১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


ঢাবির এক-তৃতীয়াংশ পাণ্ডুলিপি ডিজিটাইজ করা হয়েছে : ভিসি

-

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংগৃহীত ৩০ হাজার পাণ্ডুলিপির প্রায় এক-তৃতীয়াংশ ডিজিটাইজ করা হয়েছে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে সাইবার সেন্টারে তিন দিনব্যাপী পাণ্ডুলিপিবিষয়ক কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ভিসি এ কথা বলেন।
সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ভূগোলসহ সব বিষয়ে মানব সভ্যতার অবদানের ইতিহাস পাণ্ডুলিপি থেকেই সংগ্রহ করতে হয় এ কথা উল্লেখ করে তিনি বলেন, পাণ্ডুলিপির ওপর ভিত্তি করে সভ্যতার বিকাশ ঘটেছে, তাই পাণ্ডুলিপি চর্চা ও প্রসারে সচেতনতা তৈরি হওয়া দরকার।
পাণ্ডুলিপি পাঠোদ্ধার কঠিন কাজ। এই কাজটি সফলভাবে পরিচালনার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক (পরিকল্পনা ও উন্নয়ন) সৈয়দা ফরিদা পারভীন।
উল্লেখ্য, কর্মশালায় দু’জন শিক্ষার্থীকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে গবেষণার জন্য বৃত্তি দেয়া হয়।
কর্মশালায় ঢাবির শিক্ষার্থীরা ছাড়াও কয়েকজন বিদেশী নাগরিক অংশগ্রহণ করেন। ৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আগামী ২৫ এপ্রিল এই কর্মশালা শেষ হবে।


আরো সংবাদ



premium cement
তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারালেন ৮ প্রার্থী বানিয়াচংয়ে ত্রিপল মার্ডারের প্রধান হোতা বদি গ্রেফতার গ্রাজুয়েটদের প্রযুক্তির উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে : জিএম কাদের সপ্তম শ্রেণির ছাত্রের ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল আজই শাহবাগ থেকে অবরোধকারীদের সরিয়ে দিলো পুলিশ নারী নির্যাতন মামলায় ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন অভিযোগকারী বড়াইগ্রামের আগুনে পুড়ল ৫০ বিঘা জমির পান বরজ পাবনায় অফিসে ঢুকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি, ঠিকাদারসহ গ্রেফতার ২ হিন্দু জাতীয়তাবাদ যেভাবে ভারতের রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠল

সকল