১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


গাজীপুরে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৯

-

গাজীপুরে গতকাল স্ত্রী হত্যার পর লাশ গুমের মামলার তিন আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত অপর ছয়জন পৃথক ডাকাতি মামলার আসামি।
র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো: সারওয়ার-বিন-কাশেম জানান, ৩ জানুয়ারি সকালে গাজীপুর মহানগরীর ভাওরাইদ উত্তরপাড়া এলাকায় স্ত্রী আফরোজা বেগমকে (২৬) পারিবারিক কলহের জেরে স্বামী শাহজাহান মিয়া শ্বাসরোধে হত্যা করে। পরে তার বন্ধু খোকন এবং মুকুলের সহায়তায় বাড়ির পাশে সেপটিক ট্যাংকে লাশ গুম করে। পরদিন ৪ জানুয়ারি সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। এ ঘটনার মূল আসামি নিহতের স্বামী শাহজাহান (২৮) ও অপর দুই সহযোগী বন্ধু মো: খোকন মিয়া (২২) ও মো: মুকুল মিয়াকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলার ডেমরা থেকে আটক করা হয়েছে।
এ ছাড়া গতকাল বিকেলে ডাকাতির মালামালসহ ছয় ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। আটকরা হলোÑ প্রদীপ পোদ্দার (৪১), মো: দুলাল হোসেন (৩০), মো: রাসেল (২২), মো: জাকির হোসেন (২৬), মোসাম্মৎ কোকিলা বেগম ওরফে প্রেরণা ও মোসাম্মৎ হাজেরা বেগম ওরফে আজান। র‌্যাব-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় ধৃত ডাকাত সদস্যদের কাছ থেকে ডাকাতির ৬২.৭৫ গ্রাম (৫ ভরি ৬ আনা) স্বর্ণের অলঙ্কার, ৪টি মোবাইল সেট, ১১ হাজার টাকা, স্বর্ণ যাচাই কেমিক্যাল ২ বোতল, সিটি গোল্ডের চুড়ি ১১ জোড়া, সিটি গোল্ডের কানের দুল ৭ জোড়া, সিটি গোল্ডের নেকলেস ২টি ও ১টি কষ্টি পাথর উদ্ধার করা হয়।


আরো সংবাদ



premium cement
‘অস্ত্র তাক করলে মনে হতো মায়ের কাছে ফেরা হবে না’ জর্জিয়ার‘বিদেশী প্রভাব' আইন নিয়ে ভলকার তুর্কের গভীর দুঃখ প্রকাশ সাকিব- মাহমুদউল্লাহকে বিশেষ উপহার দিতে চান শান্ত, আছে চাওয়াও চার শ’ অনেক দূর, বিজেপির হাত থেকে কি সংখ্যাগরিষ্ঠতাও ফসকে যাচ্ছে? নোয়াখালীতে আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রস্তুতি নিয়ে তৃপ্ত কোচ-অধিনায়ক, ছাপিয়ে যেতে চান আগের সব আসরকে পেছনে নয়, আমরা সামনে তাকাতে চাই : ডোনাল্ড লু বগুড়ায় আ’লীগ নেতা খুনের আসামি খুন মিরসরাইয়ে কবর খুঁড়তে গিয়ে গ্রেনেড সাদৃশ্য বস্তুর উদ্ধার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসাথে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : পরিবেশমন্ত্রী ফের ৫২ জনকে বহিষ্কার করলো বিএনপি

সকল