০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


পাবলিক স্পিকিং প্রতিযোগিতা শুরু

পূর্ণাঙ্গ মানুষ গড়তে কাজ করে ইডিইউ

-

জনসম্মুখে বক্তৃতা দেয়া কিংবা বিষয়ভিত্তিক উপস্থাপনায় প্রায় শিক্ষার্থীর মধ্যেই জড়তা কাজ করে। এ সমস্যা কাটাতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এরুডিশন (পাণ্ডিত্য) কাব বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০১৮’ শুরু করেছে। গত ১৪ নভেম্বর বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে প্রতিযোগিতাটির দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়।
এর আগে প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন করা ৪০ জন প্রতিযোগীর প্রাথমিক বাছাইয়ের মধ্য দিয়ে গত ১১ নভেম্বর প্রতিযোগিতাটি শুরু হয়। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ ১০ জন প্রতিযোগীকে নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বিশ^বিদ্যালয়ের ভিসি মুহাম্মদ সিকান্দার খান বলেন, প্রায়ই দেখা যায় মঞ্চে বক্তব্য দিতে অনেকে হিমশিম খাচ্ছে। আড়ষ্টতা ও ভয় এ সমস্যার প্রধান কারণ। পাবলিক স্পিকিং কম্পিটিশন শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপনার অভ্যাস গড়ে তোলে। অভ্যাসই তাদের এ দুর্বলতা কাটিয়ে ওঠার পথে সবচেয়ে বড় পাথেয়।
প্রথম রাউন্ডে বিচারক ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রবাল দাশগুপ্ত ও স্কুল অব বিজনেসের প্রভাষক রবিউল হোসেন দোভাষ। ১৪ নভেম্বর দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা শুরু হওয়ার আগে বেলা ১১টায় একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ‘কমিউনিকেটিং ইফেকটিভলি অন স্টেজ’ শীর্ষক এ ওয়ার্কশপটি পরিচালনা করেন স্কুল অব বিজনেসের লেকচারার রওনক আফরোজ। দ্বিতীয় রাউন্ডে বিচারক ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর অনন্যা নন্দী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আখতারুজ্জামান ও স্কুল অব বিজনেসের লেকচারার তাসমিয়া আনোয়ার। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা একক বিতর্ক প্রতিযোগিতায় ফরিদপুরে শ্রেষ্ঠ নুসরাত ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ইউনাইটেড জুলাই থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি ভ্যান চালক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনে নতুন অংশীদার খুঁজুন : আইওএমের উদ্দেশে প্রধানমন্ত্রী দু’টি পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ অর্থনৈতিক-নিরাপত্তা-অভিবাসন অংশীদারিত্ব জোরদারে ঢাকায় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা নির্বাচন হচ্ছে : রিজভী একটি ভ্যানের জন্য হত্যা : জয়পুরহাটে ৩ জনের মৃত্যুদণ্ড উগান্ডার বিশ্বকাপ দলে ৪৩ বছর বয়সী ক্রিকেটার

সকল