১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


সিসিক নির্বাচন

এক মেয়র প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

-

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের ল্েয বৃহস্পতিবার এক মেয়র প্রার্থীসহ আরও ১৪ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মনোনয়নপত্র সংগ্রহকারী মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে ১৯৯ জন। তাদের মধ্যে মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪০ ও সংরতি মহিলা কাউন্সিলর পদে ৫৪ জন।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: আলীমুজ্জামান জানান, বৃহস্পতিবার ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হিসেবে ডা: মোয়াজ্জেম হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া কাউন্সিলর পদে ১০ জন ও নারী কাউন্সিলর পদে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ বছর সিলেট নগরীতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২১ হাজার ৭৩২ জন। এবার ভোট কেন্দ্রের সংখ্যা ছয়টি বৃদ্ধি পেয়ে ১৩৪টিতে উন্নীত হয়েছে।
ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণে অভিযান : সিলেট নগরীর বন্দরবাজার, কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার এলাকা থেকে অবৈধ ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণে অভিযান চালানো হয়েছে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরেজমিন দেখা যায়, সিলেট নগরীর বন্দরবাজার, কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন নেতা ও প্রতিষ্ঠানের নামে লাগানো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড খুলে ফেলছেন সিসিকের পরিচ্ছন্নতা কর্মীরা।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এস নূরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা খাতুন, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম প্রমুখ।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, নির্বাচনের আইন ও বিধি অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী না হওয়া পর্যন্ত কেউ কোনো পোস্টার, ব্যানার, লিফলেট, বিলবোর্ড লাগাতে পারবেন না। যদি কেউ লাগান তবে আচরণবিধি লঙ্ঘিত হবে। তিনি নগরীর বিভিন্ন স্থানে লাগানো সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, বিলবোর্ড, ব্যানার নিজ উদ্যোগে সরিয়ে ফেলার অনুরোধ জানান। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement
৪২ বছর পর স্বজনদের সাথে সাক্ষাতের মাধ্যমে জানতে পারলেন তিনি মুসলিম, অতঃপর...! নুসিরাতে ইসরাইলি হামলায় ২০ জন নিহত চেলসিতেই যাচ্ছেন মেসিনিয়ো! প্রতিকূল ফ্রান্স ছাড়ছেন মেধাবী মুসলিম পেশাজীবীরা রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ, বাসে হামলা সোনাতলায় শ্বশুরবাড়িতে জামাই খুন : স্ত্রীসহ আটক ২ এডব্লিউএস কমিউনিটি ডে বাংলাদেশ উদযাপন কাঁচের ভবনের কারণে তাপদাহ বাড়ছে? কাশ্মিরে বন্দুকধারীদের হামলা, নিহত সাবেক বিজেপি নেতা উত্তর-পূর্ব ইউক্রেনে রাশিয়ার তীব্র আক্রমণের আশঙ্কা জেলেনস্কির মেট্রোরেল টিকেটে ভ্যাট আরোপ পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী : সেতুমন্ত্রী

সকল