১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


ইন্টেলেকচুয়াল এন্ড একাডেমিক রোল অব ইসলাম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ইন্টেলেকচুয়াল এন্ড একাডেমিক রোল অব ইসলাম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - সংগৃহীত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) কর্তৃক আয়োজিত ‘ইন্টেলেকচুয়াল এন্ড একাডেমিক রোল অব ইসলাম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকেলে বিআইআইটি’র কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মানে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) -এর সাবেক ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) -এর ভিসি, সিইও ও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড -এর ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইআইটি’র মহাপরিচালক ড. এম আবদুল আজিজ।

আলোচনায় অংশ নেন- অধ্যাপক ড. আবু বকর মো: জাকারিয়া মজুমদার, অধ্যাপক ড. মো: আবুল কালাম পাটওয়ারী, অধ্যাপক ড. মো: আসগর, অধ্যাপক ড. এ. আর. এম. হারুনুর রশীদ, অধ্যাপক ড. মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মো: ইকবাল হোসাইন, অধ্যাপক ড. মো: আনোয়ারুল কবীর, ড. মো: জাকির হোসেন তালুকদার প্রমুখ।

উপস্থিত ছিলেন- অধ্যাপক এ কিউ এম আবদুস শাকুর খন্দকার, অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো: রহিম উল্লাহ, অধ্যাপক ড. তাহের আহমেদ, অধ্যাপক ড. মো: আতাউর রহমান, মো: সোলায়মান মিয়া, ড. সৈয়দ শহীদ আহমেদ, আনিসুর রহমান এরশাদ প্রমুখ।

এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক এবং বিআইআইটির কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়া মুম্বাইয়ের সেই বিলবোর্ডের মালিক গ্রেফতার সনাতনী ধর্মের শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি রাবি ছাত্রলীগ নেতার জামিনের পর যেভাবে প্রচারণা চালাচ্ছেন কেজরিওয়াল কক্সবাজারে চিংড়ি ঘের থেকে ২ জেলের লাশ উদ্ধার, অভিযোগ হত্যার ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী গাজা সীমান্তে মিসরের সামরিক বহর মোতায়েন, উত্তেজনা তুঙ্গে অবসরের আগে ক্রিকেট নিয়ে কোনো অতৃপ্তি রাখতে চান না কোহলি সারাদেশের তাপমাত্রা অপরিবর্তিত, সিলেট বিভাগে হতে পারে বৃষ্টি ‘চরমপন্থী’ ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা কানাডার নাজিরপুরে বাসচাপায় নিহত যুবলীগকর্মী বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ খেলোয়াড়ের নাম প্রকাশিত

সকল