০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


আল্লামা শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল

আল্লামা শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল - সংগৃহীত

হেফাজতে ইসলামীর আমীর হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তিনি বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন।

সোমবার রাত পৌনে আটটার দিকে জানতে চাইলে তাঁর ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা আসছে তা সঠিক নয়। হুজুর ভালো আছেন।

কী কী শারীরিক সমস্যায় ভূগছেন জানতে চাইলে তিনি বলেন, কয়েকটি শারীরিক সমস্যায় ভূগছেন। দোয়া করবেন।

এর আগে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলে সাংবাদিকদের জানিয়েছেন তার ছেলে মাওলানা আনাস মাদানী।

আল্লামা শফী ইন্তেকাল করেছেন মর্মে একটি তথ্য সোমবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে থাকে। এ নিয়ে বিভ্রান্তি তৈরী হয়।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আল্লামা শফী (১০৩) বার্ধক্যজনিত কারণে কিছু সমস্যায় ভুগছেন। অবস্থার অবনতি ঘটলে শনিবার তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

বর্তমানে টিউবে তাঁকে খাবার দেয়া হচ্ছে। ফুসফুসে পানি জমেছে, শ্বাসকষ্ট রয়েছে এবং বার বার বমি করছেন। প্রস্রাবেও ইনফেকশন রয়েছে। এই অবস্থায় আগামীকাল মঙ্গলবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় একটি বিশেষায়িত হাসপতালে ভর্তি করা হতে পারে।


আরো সংবাদ



premium cement