০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, সুনামির সতর্কবার্তা জারি যুক্তরাষ্ট্রে

- প্রতীকী ছবি

রিখাটার স্কেলে ৭.৫ মাত্রার মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জ। এভূমিকম্পের জেরে মার্কিন কর্মকর্তারা বুধবারই হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা  জারি করলেন৷ তবে এখনো জাপানের আবহাওয়া দফতরের থেকে কোনো সতর্কবার্তা জারি হয়নি ৷ তারা জানিয়েছেন সমুদ্রের ঢেউয়ে পরিবর্তন হবে ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে সুনামি সতর্কতা জারি হয়েছে হাওয়াইয়ের জন্যে৷ এছাড়াও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে যে তীব্রতার ভূমিকম্প হয়েছে তার ফলে মারাত্মক বিধ্বংসী সুনামি হতে পারে ৷

নির্দিষ্ট ঢেউয়ের মাপের চেয়ে ০.৩ মিটার বেশি সমুদ্রের ঢেউ ওঠার সতর্কতা জারি করেছে - সেন্টারের পক্ষ থেকে সতর্ক বার্তায় জানানো হয়েছে হাওয়াই, জাপান, রাশিয়া ও প্রশান্ত মহাসাগরের উপকূলের দ্বীপপুঞ্জগুলিতে জারি হয়েছে সতর্কতা ৷ ঢেউগুলির ওপরে যতটা থাকবে নিচেও ততটাই থাকতে পারে ৷

জাপান মেটিওরলজিক্যাল অ্যাসোসিয়েশন হালকা ঢেউয়ে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ৷ এছাড়া অবশ্য তারা বাড়তি কোনো সতর্কবার্তা এখনো জারি করেনি ৷

রাশিয়ার সেভেরো শহরের ২১৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ৷ ৫৬.৭ কিলোমিটার গভীরে এপিসেন্টারটি জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে ৷ তবে এখন অবধি ক্ষয়ক্ষতির কোনো খবর সামনে আসেনি৷ নিউজ১৮।


আরো সংবাদ



premium cement