০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ঋত্বিক ‘‌ক্রাশ’‌, তাই স্ত্রীকে খুন করল স্বামী

- ছবি : সংগৃহীত

অভিনেতা–অভিনেত্রীদের অনেক ফ্যান–ফলোয়ার থাকে। ভাল লাগার জায়গা থাকে তাদের প্রতি। কিন্তু একজনের ভাল লাগা এবং তা অন্যজনের হিংসার কারণ হয়ে দাঁড়ানো, আর তা থেকে খুনের ঘটনা এটা বোধহয় বিরল।

তবে বিরল হলেও বাস্তবে এমনই ঘটেছে। আর কাঠগড়ায় দাঁড়িয়েছে বলিউড অভিনেতা তথা মাসল ম্যান খ্যাত ঋত্বিক রোশন। এই বলিউড অভিনেতার প্রতি অ্যাফেকশন বা ভাল লাগা ছিল এক গৃহবধূর। তার ফলে হিংসা হয় তার স্বামীর। রাগের চোটে স্ত্রীকে খুন করে সেই স্বামী, এমনই অভিযোগ পাওয়া গেল।

এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ একটা দাম্পত্য সম্পর্ক বলিউড তারকার জন্য হত্যালীলায় পরিণত হবে, এটা ভাবা বেশ কঠিন।

পুলিশ সূত্রে জানা যায়, দীনেশ্বর বুদিদাত (‌৩৩)‌ খুন করেছেন তার স্ত্রী ডন্নি ডোজয়কে (‌২৭)‌। শুক্রবার স্ত্রীকে খুন করার পর গাছে পর্যন্ত ঝুলিয়ে দেয়। কারণ স্ত্রী অসম্ভব পছন্দ করতেন বলিউড অভিনেতা ঋত্বিককে। যা পছন্দ করতেন না স্বামী এবং কার্যত হিংসা করতেন।

প্রায়ই গালিগালাজ করতেন স্ত্রীকে। এমনকী এটাই একটা বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যা শেষ হল খুনের মধ্য দিয়ে।

তবে স্বামী দীনেশ্বর বুদিদাতকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে তোলা হলে তিনি প্রথমে উল্টোপাল্টা কথা বলতে থাকেন। পরে তিনি স্বীকার করেন স্ত্রীকে খুনের কথা।

আদালতে দাঁড়িয়ে অভিযুক্ত জানান, অনেক নিষেধ করেছিলাম। তারপরও শুধু ঋত্বিকের সিনেমা দেখত। তার সিনেমার গান শুনতো ও গাইত। যা আমি পছন্দ করতাম না। আমার হিংসা হতো। তা থেকেই খুনের ঘটনা ঘটেছে। যদিও ঘটনাস্থল নিউইয়র্কে। ‌‌আজকাল।


আরো সংবাদ



premium cement
সিরিজে এগিয়ে যাবার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭

সকল