২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইরানের সাম্প্রতিক নৈরাজ্যে উসকানির অভিযোগে ২ ফরাসি নাগরিক আটক

সেসেলিন কোহলের এবং জ্যাক প্যারিস - ছবি : সংগৃহীত

ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও গোলযোগে উস্কানিদাতা দুই ফরাসি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

আটক দুই ফরাসি নাগরিকের নাম সেসেলিন কোহলের এবং জ্যাক প্যারিস বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।

জানা যায়, এক নারীসহ আটক দুই ফরাসি নাগরিক সম্প্রতি ট্যুরিস্ট ভিসায় পর্যটকের ছদ্মাবরণে ইরানের প্রবেশ করেন। এরপর তারা ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভকে নৈরাজ্য সৃষ্টিকারী দাঙ্গায় রূপ দিতে আপ্রাণ চেষ্টা চালান। পুলিশের হাতে আটক ব্যক্তিরা টেলিভিশন ক্যামেরার সামনে স্বীকারোক্তি দিয়েছেন।

ফ্রান্সের বৈদেশিকি নিরাপত্তা সার্ভিসের এই দুই কর্মী তাদের স্বীকারোক্তিতে বলেন, তারা ইরানের ইসলামী শাসনব্যবস্থাকে আঘাত করার জন্য এদেশে নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিলেন।

সূত্র : পার্সটুডে 

 


আরো সংবাদ



premium cement