০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


সৌদি-আমিরাত জোটের বিরুদ্ধে ইয়েমেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের মামলা

আল-কায়েদার হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় নিযুক্ত ইয়েমেনি সেনারা - ছবি : সংগৃহীত

ইয়েমেন যুদ্ধে ক্ষতিগ্রস্তরা সৌদি-আমিরাত সামরিক জোটের বিরুদ্ধে মামলা করেছে। ফ্রান্সের আদালতে হওয়া ওই মামলার তথ্য অনুসারে, এ দু’দেশ (সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত) উগ্রবাদে অর্থ ব্যয় করছে। শুক্রবার ওই মামলাটি করা হয় বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

জানা গেছে, শুক্রবার ইয়েমেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ফ্রান্সের আদালতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজদের বিরুদ্ধে মামলা করেছে। তারা দাবি করেছে যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ইয়েমেনে উগ্রবাদের প্রসারে অর্থায়ন করছে। ইয়েমেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনজীবী বলেন, এ মামলার অভিযোগে আরো বলা হয়েছে যে এ দু’দেশ (সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত) আল-কায়েদার সাথে জোট গঠন করেছে।

সৌদি-আমিরাত জোটের বিরুদ্ধে এ মামলা করেছেন আইনজীবী জোসেফ ব্রিহাম ও তার সহযোগী জুলি বালেনো। তারা ইয়েমেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ হয়ে এ মামলাটি করেন।

এ মামলার বিষয়ে আইনজীবী জোসেফ ব্রিহাম বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ফ্রান্সের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হলো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এ দু’দেশ হলো ফরাসি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। কিন্তু, তারা ফ্রান্সের সবচেয়ে বড় শত্রুর (আল-কায়েদা) সাথে হাত মিলিয়েছে। অথচ, এ আল-কায়েদাই ২০১৫ সালে প্যারিসের শার্লি হেবদো পত্রিকার কার্যালয়ে আক্রমণ করেছিল।

ইয়েমেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ হয়ে এ মামলার অভিযোগ দায়ের করতে সহায়তা করেছে একটি বেসরকারি ইয়েমেনি সংগঠন। এ সংগঠনের নাম দ্যা লিগাল সেন্টার ফর রাইটস অ্যান্ড ডেভলপমেন্ট। এ সংগঠনটি হাউছি বিদ্রোহীদের সাথে সম্পৃক্ত। এ সংগঠনটির সদর দফতর ইয়েমেনের সানায় অবস্থিত।

২০১৫ সালে ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিলে তাদের দমনে সৌদি-আমিরাত সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement