২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গাজায় তুর্কি টেলিভিশন অফিসে ইসরাইলের হামলা

গাজায় টিআরটি টেলিভিশন অফিসে হামলা করেছে ইসরাইল। - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় অবস্থিত তুরস্কের সরকারি টেলিভিশন টিআরটির অফিসে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার সকালে টিআরটি আরবি বিভাগের একজন কর্মকর্তা এক বিবৃতিতে বিষয়টি জানান।

টিআরটি আরবি বিভাগের সম্প্রচার ব্যবস্থাপক ওগুজ এসার বলেন, ‘টিআরটি আরবি বিভাগের গাজা অফিস লক্ষ করে ইসরাইল হামলা চালিয়েছে।’

ইসরাইলি জঙ্গি বিমানগুলোর হামলার দৃশ্য সরাসরি সম্প্রচার করছিল এ টেলিভিশন চ্যানেলটি। এ কারণেই এ টিভি চ্যানেলটিতে ইসরাইল হামলা করে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরাইলের চলমান হামলায় নতুন করে ১১ জন নিহত হয়েছেন। এর ফলে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৩ জনে।

বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ১৭ শিশু রয়েছে। এছাড়া হামলায় আরো ৪৮৭ জন আহত হয়েছেন।

বুধবার হামাস জানিয়েছে, তাদের কয়েকজন শীর্ষ কমান্ডার ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজা শহরের সামরিক বিভাগের প্রধান বাসেম ইসাও আছেন।

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকারী গোয়েন্দা সংস্থা শিন বেথ জানিয়েছে, হামাসের চার শীর্ষ নেতা নিহত হয়েছেন।

অপরদিকে ইসরাইলি হামলার জবাবে গাজা থেকে হামাসের রকেট হামলায় ইসরাইলের দু’নারী নিহত হয়েছে। ইসরাইলের
উপকূলীয় শহর আশকেলনে অধিকাংশ রকেট হামলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবা বিষয়ক কর্মকর্তা মেগান ডেভিড অ্যাডম।

ইসরাইলের আশকেলন শহরের বারজিলাই মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা ৭০ জন আহত ইসরাইলির চিকিৎসা করেছেন।

সূত্র : ডেইলি সাবাহ, আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement