০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


এজিয়ান সাগর থেকে ৮৪ শরণার্থীকে উদ্ধার তুরস্কের

- ফাইল ছবি

এজিয়ান সাগরে আটকে পড়া ৮৪ শরণার্থীকে উদ্ধার করেছে তুরস্কের কোস্ট গার্ড। শুক্রবার সাগরের দুইটি ভিন্ন স্থান থেকে তাদের উদ্ধার করা হয় বলে তুর্কি কোস্ট গার্ড সূত্র জানায়।

গ্রিসের লেসবস দ্বীপ যেতে চাওয়া ৬৫ শরণার্থী মোটরবোটে করে যাত্রা করার পর ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সাগরের মধ্যে আটকা পড়েন তারা। পরে তুর্কি কোস্ট গার্ডকে সাহায্যের জন্য আবেদন জানালে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের আইভাজিক উপকূলের কোস্ট গার্ড তাদের উদ্ধার করে।

অপর ঘটনায়, রাবারবোটে চড়ে যাওয়া ১৯ শরণার্থীকে গ্রিসের সমুদ্রসীমা থেকে ফেরত পাঠানো হলে ইজমির প্রদেশের দিকিলি উপকূলের কোস্ট গার্ড তাদের উদ্ধার করে।

উদ্ধার শরণার্থীদের নিয়মমতো পর্যবেক্ষণের পর প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

মধ্যপ্রাচ্য ও অন্য অঞ্চলের বিভিন্ন দেশ থেকে দারিদ্র্য, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে ইউরোপগামী শরণার্থীদের কাছে তুরস্ক গুরুত্বপূর্ণ সংযোগপথে পরিণত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement