২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিরিয়ায় ইসরাইলি হামলায় ৪০ জন নিহত

সিরিয়ায় ইসরাইলি হামলায় ৪০ জন নিহত - ছবি : সংগৃহীত

সিরিয়ায় ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। বুধবার সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত যোদ্ধাদের লক্ষ করে এ হামলা চালায় ইহুদিবাদী দেশটি।

সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইরাক সীমান্তের নিকটস্থ শহর দেইর আল-জোর, মায়াদিন ও বুকামাল শহর এবং এর আশপাশে আক্রমণ চালানো হয়। তবে আর বিস্তারিত কিছু জানায়নি সংবাদ সংস্থাটি।

বিরোধীদের যুদ্ধ পর্যবেক্ষণ করা একটি সংস্থার তথ্যমতে, হামলায় কয়েক ডজন যোদ্ধা নিহত ও আহত হয়েছেন।

সংস্থাটি বলছে, দেইর আর জোর ও ইরাক সীমান্তে অন্তত ১৮টি আক্রমণ করা হয় এবং অনেক অস্ত্র ব্যবহার করা হয়।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলায় ৪০ জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ১৩ জন সিরিয়ার ও ৩১ জন ইরান সমর্থিত যোদ্ধা। হামলায় ৩৭ জন আহত হয় বলেও জানায় সংস্থাটি।

এ আক্রমণের ব্যাপারে খোঁজখবর রাখা একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, মার্কিন গোয়েন্দা সহায়তায়ই আক্রমণটি করা হয়েছে এবং টার্গেট করা হয়েছে ইরানি অস্ত্র সরবরাহের গুদামগুলোকে।

এদিকে ইউরোপ-ভিত্তিক একটি সংস্থার হয়ে দেইর আল-জোরে কাজ করা ওমর আবু লাইলা জানিয়েছেন, ‘তারা ইরানি অবস্থানগুলো পুড়িয়ে দিয়েছে।’

এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটা সিরিয়ায় ইসরাইলের দ্বিতীয় হামলা। এর আগে গত ৭ জানুয়ারি দক্ষিণ সিরিয়া ও রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে হামলায় চালায় ইসরাইল। এতে ইরানপন্থী তিনজন যোদ্ধা নিহত হয়েছিলেন।

তবে এ হামলাগুলোই নয়, সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষে অব্যাহতভাবে হামলায় চালিয়ে যাচ্ছে ইসরাইল।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement
ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না

সকল