২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

করোনাভাইরাস নিয়ে মহা আতঙ্কে মধ্যপ্রাচ্য ও ইউরোপ : ডব্লিউএইচও

- ছবি : সংগৃহীত

চীনের পর করোনাভাইরাস নিয়ে মহা আতঙ্কে ইরান, ইতালি ও দক্ষিণ কোরিয়া। এসব দেশে আক্রান্তের ঘটনায় উদ্বেগ বেড়েছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মহামারীর পর্যায়ে পৌঁছায়নি, তবে মধ্যপ্রাচ্য ও ইউরোপে নতুন করে মৃত্যু ও সংক্রমণের খবর দেশগুলোকে এই জাতীয় পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের জন্য সতর্ক থাকতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির মতো দেশগুলোতে প্রাণঘাতী করোনাভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ে খুবই উদ্বিগ্ন।

ডব্লিউএইচও প্রধান ডা. টেড্রোস অধানম সোমবার এক বিবৃতিতে বলেন, চীনে গত বছরের শেষ দিকে যে সংক্রমণ দেখা দিয়েছিল এমাসেও তার প্রভাব বিদ্যমান। এর ফলে প্রমাণ হয় যে ভাইরাসটি এখনো আশঙ্কাজনক।

তিনি জেনেভাতে সাংবাদিকদের বলেন, ‘এই মুহুর্তে আমরা এই করোনা ভাইরাসটির বিশ্বব্যাপী বিস্তার ঠেকাতে চাই। আমরা বড় আকারের মারাত্মক রোগ বা মৃত্যুর মুখোমুখি হতে চাই না।’ আলজাজিরা।


আরো সংবাদ



premium cement