২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

হামলা হলে যুক্তরাষ্ট্রে পাল্টা হামলার হুমকি ইরানের

-

যুক্তরাষ্ট্র ইরানে কোন ধরনের হামলার চালানোর চেষ্টা করলে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। তেহরান এক কড়া বার্তায় বলেছে, ইরান কোনো ধরনের বদলা নেয়ার জন্য যদি পাল্টা সামরিক হামলা চালায় তা হবে সর্বোচ্চ। ওয়াশিংটনকে দেয়া এক আনুষ্ঠানিক নোটে তেহরান এই হুমকি দিয়েছে।

সৌদি তেলক্ষেত্রে হামলার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে ইরান এই হুশিয়ারি দিল। ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সুইজারল্যান্ড দূতবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক নোটে ইরান বলেছে, তারা সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালানোর নেপথ্যে ছিল না। তারা হুঁশিয়ার করে বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের পদক্ষেপ নেয় তাহলে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয়া হবে।’

শনিবার সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে ড্রোন হামলার পর তার দায় স্বীকার করেছিল ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। যদিও হাউছিদের দাবি অস্বীকার করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, ‘ ইরান কূটনৈতিক সম্পর্কে জড়িত থাকার ভান করলেও অন্ধভাবে সৌদি আরবে প্রায় একশ হামলা করেছে তেহরান। অচলাবস্থা নিরসনের সকল আহ্বান উপেক্ষা করে ইরান বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর অভিনব হামলা চালাচ্ছে।’


আরো সংবাদ



premium cement