১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


চি ঠি প ত্র

-

মূল্যস্ফীতি রোধ করতে হবে
লাগামহীনভাবে দ্রব্যমূল্য বেড়েই চলেছে। ফলে মুদ্রামান হ্রাস পাচ্ছে। সরকারের কর্তব্য, জনস্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। সর্বদা ব্যয় সঙ্কোচন নীতি গ্রহণ করতে হবে। এ জন্য অপ্রয়োজনীয় ও বিলাসবহুল খাতে অর্থ বরাদ্দ করা যাবে না। বিশেষত রাষ্ট্রীয় কৃচ্ছ্র অবলম্বন করা অতীব জরুরি। তবুও মেগা প্রকল্পের ক্ষেত্রে ধীরগতি অবলম্বন করাই সমীচীন। সরকারের প্রয়োজনে মাত্রাতিরিক্ত করারোপের দরুন সর্বক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তার পরে আছে সর্বত্র সীমাহীন দুর্নীতি। একশ্রেণীর লোক জনগণের অর্থ লুটপাট করে বিলাসী জীবন যাপন করছে। আশা করি, সরকার মূল্যস্ফীতি রোধে কার্যকর ও পর্যাপ্ত পদক্ষেপ নেবে।
আবদুুল জলিল মোড়ল, কেশবপুর, যশোর


সরু ব্রিজটির সংস্কার জরুরি
নোয়াখালীর সেনবাগ উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাইয়া কমিউনিটি ক্লিনিক হাসপাতাল-চিলাদি স্কুল রোড (তাজু পুকুরপাড়-চিলাদি মোল্লাবাড়ি সংলগ্ন) ইসলাম বেপারী বাড়ির দরজার পুলটির রেলিং ভেঙে পড়ে আছে খালে। এতে যান ও পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলতে হচ্ছে। এই কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এখানে। সরু ব্রিজটি সংস্কার জরুরি। এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। ৫ ফেব্রুয়ারি, ২০১৯ সালে ব্রিজের দক্ষিণ পাশে পুকুরে রাতে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আবার এই রাস্তা দিয়ে চিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিলাদি বালিকা দাখিল মাদরাসা, চিলাদি দাওয়াতুল কুরআন ইসলামিয়া মাদরাসা, তেমুহনী আবদুুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, তেমুহনী শাপলা কিন্ডার গার্টেন কেজি স্কুল যেতে হয়। অথচ এমন অবস্থায় ব্রিজ রয়েছে দুই-তিন বছর ধরে। ব্রিজ দিয়ে এখন রিকশা ও বাইসাইকেল ছাড়া অন্য যানবাহন চলাচলই ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী মনে করে, সরু ব্রিজটি সংস্কার করা জরুরি।
মো: গিয়াস উদ্দিন গেসু (হৃদয়)
ছাতারপাইয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম, অর্থ সম্পাদক, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি

 


আরো সংবাদ



premium cement