৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল

সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল - সংগৃহীত

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল আউয়াল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বিচারপতি হওয়ার আগে তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল আউয়ালের মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এক শোকবার্তায় অ্যাটর্নি জেনারেল মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এদিন জোহরের নামাজের পর সুপ্রিমকোর্ট ইনার গার্ডেনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানজায় সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তা, সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতা, সুপ্রিমকোর্ট রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাসহ আইনজীবীরা অংশ নেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement