০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


মাহমুদুল হাসান গুনবীকে কারাগারে পাঠানোর নির্দেশ

মাহমুদুল হাসান গুনবীকে কারাগারে পাঠানোর নির্দেশ - ছবি - সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মাহমুদুল হাসান গুনবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

রোববার শাহআলী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গত ১৭ জুলাই আসামি গুনবীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদন পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ১৬ জুলাই রাজধানীর শাহআলী থানার বেড়িবাঁধ এলাকা থেকে আত্মগোপনে থাকা গুনবীকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে শাহআলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement