২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সাজাপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহণ : আপিলে ‘নো অর্ডার’

-

দণ্ড স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেনের আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগ।

এই আদেশের ফলে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এ জেড এম জাহিদ হোসেনের আবেদনে ‘নো অর্ডার’ দিয়ে এই আদেশ দেন।

আদালতে ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে গতকাল মঙ্গলবার দুর্নীতির অভিযোগে বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ পাঁচ নেতার প্রাপ্ত সাজা (কনভিকশন অ্যান্ড সেন্টেন্স) স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসাথে আদালত পর্যবেক্ষণে বলেন, নিম্ন আদালতে দুই বছরের বেশি দণ্ড হলে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে আপিল বিভাগে দণ্ড স্থগিত ও জামিন হলেই কেবল অংশ নিতে পারবে।

অন্য চার নেতা হলেন- বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ওয়াদুদ ভূইয়া, আব্দুল ওহাব ও মশিউর রহমান। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন এ জেড এম জাহিদ হোসেন।


আরো সংবাদ



premium cement