২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সূচকের বড় পতনেও লেনদেন ১১০০ কোটি

শীর্ষ ব্রোকারদের সাথে বৈঠকে বসছে বিএসইসি
-

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল বুধবার মূল্যসূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস সূচকের পতন হলো। সূচকের পতন হলেও শেয়ারবাজারে লেনদেনের গতি বেড়েছে। লেনদেন বেড়ে ডিএসইতে আবারো এক হাজার ১০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। এর মাধ্যমে ২৬ কার্যদিবস পর ডিএসইতে এগারো শ’ কোটি টাকার লেনদেনের দেখা মিলল।
এ দিন দিন লেনদেনের প্রথম দিকেই শেয়ারবাজারে পতনের আভাস মেলে। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে সব ক’টি সূচক ঋণাত্মক হয়ে পড়ে। সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে পতনের মাত্রা। একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৫৫ পয়েন্ট কমে যায়। তবে শেষ আধা ঘণ্টায় কিছু প্রতিষ্ঠানের দাম বাড়ায় পতনের মাত্রা কিছুটা কমে। এরপর বড় পতনের হাত থেকে রক্ষা পায়নি সূচক।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে। সবগুলো সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১১০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৮৭টি এবং ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ১১২ কোটি তিন লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় এক হাজার কোটি ৯৩ লাখ টাকা। সেই হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১১১ কোটি ১০ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৮ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৭ কোটি ৩১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৩টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
ব্লক মার্কেট : গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ৭৫ লাখ ১০ হাজার ৫৫৯টি শেয়ার ৪৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ৩১ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ লাখ ১৩ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৬০ লাখ দুই হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের।
এ ছাড়া ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩৮ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৪ লাখ ৯১ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের পাঁচ লাখ ৩৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৩ লাখ ২৭ হাজার টাকার, সিমটেক্সের ছয় লাখ ৩০ হাজার টাকার, সি পার্লের ১৫ লাখ ৮০ হাজার টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের সাত লাখ দুই হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩২ লাখ ৫০ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ৩০ লাখ ছয় হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩৮ লাখ ৪০ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৩৫ লাখ ৮২ হাজার টাকার, লংকা-বাংলা ফাইন্যান্সের ৪৬ লাখ ৪০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১০ লাখ ৯৪ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ছয় লাখ ছয় হাজার টাকার, ইনটেকের ৪৯ লাখ ৩২ হাজার টাকার, গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ১৯ লাখ ৫৮ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ছয় লাখ ৪৮ হাজার টাকার, ডিবিএইচের ৪৩ লাখ ৯২ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ছয় লাখ ৮০ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ১২ লাখ টাকার, বিবিএস কেবলসের ৫৬ লাখ ৯৯২ হাজার টাকার, বে লিজিংয়ের ১৭ লাখ ৭০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের সাত লাখ টাকার এবং একটিভ ফাইনের ১৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শীর্ষ ব্রোকারদের সাথে বৈঠকে বসছে বিএসইসি : পুঁজিবাজারে চলমান মন্দা পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যে শীর্ষ ব্রোকার হাউজের সাথে বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিএসইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকে অংশ নিতে লংকা-বাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো: ছায়েদুর রহমান, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সিইও আহসানুর রহমান, এবি সিকিউরিটিজের চেয়ারম্যান এম ফজলুর রহমান, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের প্রতিনিধি মো: রেজাউর রহমান, ইউসিবি ক্যাপিটালের সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউনাইটেড সিকিউরিটিজের সিইও মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী, আইডিএলসি সিকিউরিটিজের সিইও মো: সাইফুদ্দিন এবং সিটি ব্রোকারেজের সিইও মিসবাহ উদ্দিন আফ্ফান ইউসুফকে চিঠি দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫ চৌগাছায় সিদ কেটে স্বর্ণের দোকানে চুরি দুর্নীতির মামলায় কৃষিমন্ত্রীকে আটক করল ইউক্রেন মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

সকল