২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


বরফে ঢাকা ‘আদর্শ’ শহর

-

বরফে ঢাকা পর্বতে স্বনির্ভর ‘আদর্শ’ শহর গড়েছে উত্তর কোরিয়া। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গত সোমবার চীন সীমান্তের মাউন্ট পিকতুতে এই আদর্শ শহরের উদ্বোধন করা হয়। এই শহরে চার হাজার পরিবার থাকতে পারবে। এতে সরকারি ও শিল্পভবন, হাসপাতাল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, শীতকালীন খেলাধুলার প্রশিক্ষণ কেন্দ্র, স্কি রিসোর্ট ও হোটেলসুবিধা রাখা হয়েছে।
শহরটির নাম দেয়া হয়েছে সিমচিওন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই শহরের গোড়াপত্তন অর্থনৈতিক উদ্যোগগুলোর মধ্যে অন্যতম। মূল উদ্দেশ্যে হলো এই শহরগুলো হবে স্বনির্ভর। এ ধরনের শহরগুলোয় সব নাগরিক সুযোগ-সুবিধা থাকবে। শহরের বাসিন্দাদের অর্থের জোগান শহর থেকেই হবে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোয় দেখা গেছে, লাল ফিতা কেটে সিমচিওনের উদ্বোধন করা হয়। পেছনে ছি কিম জং ইলের ভাস্কর্য। আতশবাজির ঝলকানিতে পুরো শহর ছিল আলোকিত।

 


আরো সংবাদ



premium cement