০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বিরল জেব্রা!

-

পূর্ব আফ্রিকার কেনিয়ায় বিরল এক প্রাণীর দেখা মিলেছে। এটি মনে হবে এটি জেব্রা। আবার গায়ের রঙ দেখে কারো মনে হতেই পারে এটি গাধা। কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভে সদ্য জন্মেছে এই প্রাণীটি। নাম রাখা হয়েছে টিরা।
আসলে এটি একটি জেব্রা। তবে জেব্রা বললেই আমাদের চোখের সামনে যে ডোরাকাটা প্রাণীটির ছবি ভেসে ওঠে এটি তেমন নয়। যে ছবি প্রকাশ পেয়েছে সেখানে দেখা যাচ্ছে, শরীরের গঠন জেব্রার মতো হলেও গায়ে সেই চেনা সাদা ডোরাকাটা দাগ নেই। বদলে রয়েছে, সাদা রঙের ফুটকি বা ফোটা ফোটা দাগ। আসলে জেব্রাটি ডোরা দাগের বদলে সাদা ফুটকি নিয়ে জন্মেছে। এটি মেলানিজমের কারণে হয়েছে। মেলানিজমের প্রভাবে কালো রঙ প্রাধান্য পাওয়ায় সাদা ডোরার পরিমাণ কম দৃশ্যমান হয়েছে।
বিরল এই জেব্রা কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভে প্রথমবার জন্মেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আফ্রিকার অন্য প্রান্তে ফুটকিওয়ালা এমন জেব্রা আগেও দেখা গেছে। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement