০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


৭৮৩টি পদের বিপরীতে ৪৭৪৯ চিকিৎসক ওএসডি হয়ে ঢাকা বিভাগেই আছেন

-

স্বাস্থ্য অধিদফতরে ৭৮৩টি পদের বিপরীতে চার হাজার ৭৪৯ জন চিকিৎসক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়ে ঢাকা বিভাগেই আছেন। এত চিকিৎসক ওএসডি হয়ে থাকার কারণ দেশের অন্যান্য অঞ্চলে চিকিৎসক সঙ্কট দেখা দিয়েছে। এর বাইরে স্বাস্থ্য অধিদফতরে ২০.৪ শতাংশ পদ খালি পড়ে আছে। এই ২০.৪ শতাংশ পদের বিপরীতে জনশক্তি নিয়োগ করা হলে স্বাস্থ্য বিভাগ অনেকটাই সঙ্কট কাটিয়ে উঠতে পারে।
গতকাল রোববার সিরডাপ মিলনায়তনে ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসকের সুষম বণ্টন’ শীর্ষক স্বাস্থ্য সংলাপবিষয়ক আলোচনায় এ তথ্য প্রকাশ করা হয়।
সংলাপে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এম এ ফয়েজ। সংলাপে স্বাগত বক্তব্য দেন ড. মুশতাক হোসেন। সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
সংলাপে মূল বক্তব্য উপস্থাপন করেন আইসিডিডিআরবির ইউনিভার্সাল হেলথ কাভারেজের প্রকল্প পরিচালক ড. ইকবাল আনোয়ার। তিনি সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসকের সুষম বণ্টন- চ্যালেঞ্জ ও বাস্তবসম্মত সমাধানের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সরকারি খাতে স্বাস্থ্যসেবা মূলত শহরকেন্দ্রিক। প্রত্যন্ত অঞ্চলগুলোতে চাহিদার বিপরীতে চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ জনস্বাস্থ্যকর্মীর ব্যাপক সঙ্কট রয়েছে। এ সঙ্কটের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রমুখী স্বাস্থ্য ব্যবস্থা, তদারকি ও সুশাসনের কার্যকরী কাঠামোর অভাব। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যালয়ের প্রাতিষ্ঠানিক দক্ষতার অভাব, সেবাদানকারীদের জন্য পর্যাপ্ত প্রণোদনার অভাব, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের নাগরিক জীবনযাপনের ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকাকে দায়ী করেছেন ড. ইকবাল আনোয়ার। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের সন্তানদের জন্য মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থাকে না। অনিয়ন্ত্রিতভাবে বেসরকারি হাসপাতালের সংখ্যাবৃদ্ধিসহ নানা সমস্যার প্রেক্ষিতে স্বাস্থ্যসেবা খাতের অবস্থা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়ছে।
অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত পদ্ধতিতে কাজ করার মাধ্যমে সমাধানে আসলে সমস্যাগুলো মেটানো সম্ভব। আমাদের মানবসম্পদ অপ্রতুল, এখন প্রতিদিনের তথ্য আমরা প্রতিদিন পাচ্ছি। ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার কারণে আমরা তা জানতে পারছি এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসক পদায়নের চেষ্টা করছি।
অধ্যাপক ডা: এম এ ফয়েজ, বলেন, এই সংলাপের মাধ্যমে যে বাস্তবধর্মী সমাধানের প্রস্তাবনা এসেছে তা বাস্তবায়ন করতে হলে আগামীর স্বাস্থ্যব্যবস্থা বাস্তবমুখী করতে হবে।

 


আরো সংবাদ



premium cement
সুন্দরবনে আগুন : নেভানোর চেষ্টা চলছে, তবে সময় লাগবে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক নিহত, আহত হেলপার বরিশালে নথুল্লাবাদ টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ নয়া দিগন্তের শৈলকুপা সংবাদাতার ওপর দুর্বৃত্তদের হামলা ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত

সকল