০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ

-

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। ২০০৭ সালের এই দিনে খুব ভোরে তৎকালীন সেনাসমর্থিত ফখরুদ্দীন-মইনউদ্দিন নেতৃত্বাধীন জরুরি অবস্থার সরকার আওয়ামী লীগ সভাপতির বাসভবন সুধাসদন থেকে আটক করে শেখ হাসিনাকে।
পরে দুর্নীতির কয়েকটি মামলায় গ্রেফতার দেখিয়ে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে বন্দী রাখা হয় তাকে। এর প্রতিবাদে ফেটে পড়েন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। জরুরি অবস্থার তোয়াক্কা না করেই পুরান ঢাকার আদালত চত্বরে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গ্রেফতারের প্রতিবাদ জানান।
জরুরি অবস্থার মধ্যে দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্নভাবে তাদের আন্দোলন অব্যাহত রাখেন। ধীরে ধীরে তা তীব্র হয়ে ওঠে। বাড়তে থাকে জাতীয় ও আন্তর্জাতিক চাপ। চাপের মুখে একপর্যায়ে এগারো মাস ২০০৮ সালের ১১ জুন কারামুক্ত হন বর্তমান শেখ হাসিনা।


আরো সংবাদ



premium cement