২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


রাজস্থানে সোয়াইন ফুর প্রাদুর্ভাব, ৪০ জনের মৃত্যু

-

ভারতের রাজস্থানে সোয়াইন ফু ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজার। সাধারণত শীতকালে ভারতের পশ্চিম ও উত্তরের এলাকায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সহযোগী ও মতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ সোয়াইন ফুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোয়াইন ফু প্রথম দেখা যায় শূকরের মধ্যে। পরে এতে সংক্রমিত হয় মানুষ। মারাত্মক সংক্রামক এ রোগের ভাইরাস আক্রান্তের শরীর থেকে অন্যদের আক্রান্ত করতে পারে। আনুষ্ঠানিকভাবে এর নাম ‘এইচ ওয়ান এন ওয়ান।’
উত্তর আমেরিকায় প্রাথমিকভাবে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বিশ্বস্বাস্থ্য সংস্থা হু ২০০৯ সালে সোয়াইন ফুর বিষয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করে। ২০১০ সাল থেকে একে একটি মওসুমি ভাইরাসজনিত রোগ হিসেবে দেখা হয়। গত বছর ভারতে সোয়াইন ফুতে আক্রান্ত হয়েছিল প্রায় ১৫ হাজার মানুষ। আর মারা গিয়েছিল এক হাজার ১০০ জন। বাংলা ট্রিবিউন।
রাজস্থান সিদ্ধান্ত নিয়েছে, চিকিৎসকদের ছুটিতে যাওয়ার আগে আগাম মঞ্জুরি নিতে হবে। ঘরে ঘরে গিয়ে আক্রান্তদের চিহ্নিত করার কর্মসূচিও হাতে নেয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছে তারা। ইতোমধ্যে রাজ্যটির স্বাস্থ্য কর্মকর্তারা জনসচেতনতামূলক কর্মসূচির বাস্তবায়ন শুরু করেছেন এবং পাঁচ হাজারের বেশি মানুষকে পরীা করেছেন।


আরো সংবাদ



premium cement