অভয়নগরে আ’লীগ ও যুবলীগের ২ নেতা গুলিবিদ্ধ
- যশোর অফিস
- ১৩ এপ্রিল ২০২৪, ১০:০৬
যশোরের অভয়নগরের রাজঘাটে দুর্বৃত্তরাদের গুলিতে খুলনার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু (৫০) ও ফুলতলার দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ ভুঁইয়া (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে রাজঘাট বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে রাজঘাট বাসস্ট্যান্ডের পাশে একটি চায়ের দোকানে বসে তারা চা পান করছিলেন। ওই সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাদের গুলি করে পালিয়ে যায়।
ফুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য কবির হোসেনও একই তথ্য দিয়েছেন।
জানা গেছে, একটি গুলি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটুর পেটে এবং অপরটি যুবলীগ নেতা সবুজের কানের নিচে বিদ্ধ হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযান চলমান রয়েছে। আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা