০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


শরণখোলায় স্কুলছাত্রীর আত্মহত্যা

- প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলায় বৃষ্টি রাণী (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে শরণখোলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় এই কিশোরী।

নিহত স্কুলছাত্রী বৃষ্টি উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের রথিন হালদারের মেয়ে। সে স্থানীয় তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্কুলছাত্রীর আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। কিশোরীর মা-বাবা বা পরিবারের লোকজনও সঠিক কিছু বলছে না। তবে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে।

উত্তর তাফালবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য মো: জামাল জমাদ্দার জানান, চালের পোকা দমনের ট্যাবলেট (কীটনাশক ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেছে কিশোরী। ঘটনার সঠিক কারণ বের করার চেষ্টা চলছে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিয়াজ জানান, কিশোরীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আত্মহত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।


আরো সংবাদ



premium cement
ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু সুন্দরবনে আগুন নেভেনি, রাতে আরো ছড়িয়ে পড়তে পারে

সকল