১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

সাতক্ষীরায় বজ্রপাতে দুজনের মৃত্যু, আহত ৪

সাতক্ষীরায় বজ্রপাতে দুজনের মৃত্যু, আহত ৪ - ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে জেলার সদর উপজেলার খেজুরডাঙ্গী বিলে বজ্রপাতে ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। নিহত ফারুক খেজুরডাঙ্গী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

আহতরা হলেন খেজুরডাঙ্গা গ্রামের ইরশাদ আলী (৩৫), মহিদুল গাজী (৪০), জাহাঙ্গীর হোসেন (৫০) ও ঢাকা সাভারের হুমায়ুন কবির (৪০)।

জানা গেছে, সকালে বিলে ইস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই ফারুক মারা যান। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ জানান, ঘটনাস্থলেই ফারুক হোসেনের মৃত্যু হয়েছে। আহত অন্যান্যদের অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে দেবহাটা উপজেলায় বজ্রপাতে আব্দুল লতিফ গাজী নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নারিকেলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ ওই এলাকার পিয়ার আলী গাজীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবীর।


আরো সংবাদ



premium cement