০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


সুন্দরবনে হরিণের গোশতসহ ২ শিকারী আটক

সুন্দরবনে হরিণের গোশতসহ ২ শিকারী আটক - ছবি- নয়া দিগন্ত

পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা দুই হরিণ শিকারীকে আটক করেছে। বৃহস্পতিবার শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া টহল ফাঁড়িসংলগ্ন বলেশ্বর নদ থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হানিফ মিস্ত্রি (৪৮) ও তার ছেলে মাসুম মিস্ত্রি (২৮)। তাদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেতাচিরা গ্রামে।

শিকারীদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার, ১২ কেজি হরিণের গোশত, হরিণের চারটি পা, ২০০ হাত দড়ির ফাঁদ, একটি নৌকা, ৫০ ফুট ছান্দি জাল, একটি দা, একটি চাপাতি, একটি কুড়ালসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো: জয়নাল আবেদীন জানান, হরিণের গোশত পাচারের গোপন সংবাদ পেয়ে বগী স্টেশসন কর্মকর্তা মো: সাদিক মাহামুদ ও ডুমুরিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের তিনটি দল ভোররাত থেকে বলেশ্বর নদে অবস্থায় নেয়। সকাল ৬টার দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলার সুন্দরবন থেকে বের হলে ট্রলারটি থামিয়ে তল্লাশি করেন বনরক্ষীরা। ওই ট্রলার থেকে হরিণের গোশত ও শিকারের সরঞ্জামসহ বিভিন্ন মালামাল উদ্ধার ও শিকারী দলের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় বনের মধ্যে একটি ডিঙি নৌকায় থাকায় আরো চার-পাঁচজন হরিণ শিকারী পালিয়ে যায়।

এসিএফ জয়নাল আবেদীন জানান, আটক দুই শিকারী, জব্দকৃত ট্রলার, হরিণের গোসত ও সরঞ্জামাদি বিকেল ৩টার দিকে শরণখোলা রেঞ্জ অফিসে আনা হয়। পরে আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ দিকে উদ্ধার হওয়া হরিণের গোশত রেঞ্জ অফিস চত্বরে মাটিচাপা দেয়া হয়েছে বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট ১৪ মে ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু পাঁচ বছর পর সাকিবের সেঞ্চুরি ভূমিহীন আবদুল্লাহর ২ যু‌গের বেশি মস‌জিদে বাস, চান একটি ঘর আনোয়ারায় ২ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক লজ্জা এড়িয়ে মান বাঁচানো সংগ্রহ জিম্বাবুয়ের গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : সাময়িক বরখাস্ত ৩, ঘটনা তদন্তে ৩ কমিটি আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন ঘিওরে নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ জিম্বাবুয়েকে লজ্জার রেকর্ডের দিকে ঠেলে দিচ্ছে টাইগাররা জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন : ফারুক

সকল