১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


ইবিতে হল খোলা নিয়ে ৩ দফা দাবিতে ছাত্র সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় -

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল খুলে পরীক্ষা গ্রহণসহ তিন দফা দাবি আদায়ের জন্য সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। শনিবার বেলা ১২টায় প্রশাসন ভবনের সামনে সংগঠনটির বিশ্ববিদ্যালয় সংসদ এ সমাবেশের আয়োজন করে। এছাড়াও তারা দাবির স্মারকলিপি ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে জমা দিয়েছেন।

তাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করে পরীক্ষা গ্রহণ করা, করোনাকালে আবাসিক হল ফি, পরিবহন ফি ও অন্য ফি মওকুফ করা এবং বিভিন্ন কাগজপত্র উত্তোলনে প্রশাসনিক জটিলতা নিরসন করতে হবে।

এ সময় নেতাকর্মীরা বলেন, ‘হল না খুলে যে পরীক্ষা নীতি গ্রহণ করা হয়েছে সেটা আরো বিপজ্জনক। কারণ বিশ্ববিদ্যালয়ের পাশে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় মেসে গাদাগাদি করে থাকছে শিক্ষার্থীরা। এছাড়া মেস বা বাসায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে।’

তারা আরো বলেন, ‘১০ মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা পরিবহন ও আবাসিক সেবা পায়নি। কিন্তু শিক্ষার্থীদের কাছে পরিবহন ও আবাসিক ফি নেয়া হচ্ছে যা একেবারে অযৌক্তিক।’

সমাবেশে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইমানুল সোহানের সঞ্চালনায় সভাপতি নুরুন্নবী সবুজ ও সাধারণ সম্পাদক সাদিকসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement