২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ইবির জন্মদিন পালিত

-

আজ ২২ নভেম্বর। ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্মদিন। ১৯৭৯ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৪১তম জন্মদিনে ইবি পরিবারের সকল সদস্যের ভালোবাসায় সিক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়।

জন্মদিনে জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ইবি জিয়া পরিষদের বিভিন্ন ইউনিট। এসময় অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের মধ্যে সামান্য হট্টগোল সৃষ্টি হয়। পরে দোয়া ও মোনাজাত করে স্থান ত্যাগ করেন জিয়া পরিষদের নেতা-কর্মীরা।

এদিকে জিয়া পরিষদ ফুল নিয়ে ভিত্তিপ্রস্তরে গেলে সেখানে যান প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান। ‘এখানে কি হচ্ছে?’ প্রক্টরের এই প্রশ্নে উত্তরে জিয়া পরিষদ উপস্থিত এক নেতা উচ্চস্বরে বলেন, ‘এখানে দোয়া-মোনাজাত হচ্ছে।’ পরে পরিস্থিতি বেসামাল হওয়ার আগেই প্রক্টর স্থান ত্যাগ করেন বলে জানা যায়।

সাদা পায়রা আর বেলুন উড়িয়ে শুরু হয় আনন্দ র‌্যালি। এরপর কেন্দ্রীয় মিলনায়তনে কেক কাটেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে প্রশাসনের কর্তাব্যক্তিরা। তবে জন্মদিনের কেকে ‘বিশ্ববিদ্যালয়’ বানান ভুল থাকায় কেক কাটার সময় বিব্রতবোধ করেন ভিসি। বানান ভুলের বিষয়ে অনুষ্ঠানে সভাপতি ও জন্মদিন উদযাপন কমিটির প্রধান প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘এটি একটি ছোট ভুল। সামান্য ভুল হতেই পারে। তাছাড়া এটি তৈরী করেছে কারখানার লোকজন।’

এছাড়া প্রতিবছর জন্মদিনে আলোচনা সভা করা হলেও এবার শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গান পরিবেশন করেন প্রোভিসি প্রফেসর ড. এম শাহিনুর রহমান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তৌফিক এলাহিসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও কুষ্টিয়ার লালন অ্যাকাডেমি থেকে আগত শিল্পীরাও গান পরিবেশন করেন। 


আরো সংবাদ



premium cement
জামিন নামঞ্জুর, কারাগার যুবদল সভাপতি সালাউদ্দিন টুকু তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মুরাদনগরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পুড়ছে ক্ষেতের ফসল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা রাঙ্গাবালীর খালে পাওয়া টর্পেডো উদ্ধার করেছে নৌ-বাহিনী লক্ষ্মীপুরে বিজয়ী ও পরাজিত উভয় চেয়ারম্যান প্রার্থী আটক

সকল