১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


ভর্তি ছাড়াই মনিরামপুর হাসপাতালে চলছে অবৈধ গর্ভপাত

ভর্তি ছাড়াই মনিরামপুর হাসপাতালে চলছে অবৈধ গর্ভপাত - ছবি : সংগৃহীত

যশোরের মনিরামপুর হাসপাতালে জম্ম নেওয়া এক নবজাতকে রেখে পালিয়েছে মা। ডেলিভারির জন্য সেই রোগীর নাম-ঠিকানা হাসপাতালের রেজিস্ট্রারে নেই। ফলে নবজাতকের পরিচয় মিলিনি। বাচ্চাটি বেওয়ারিশ হলেও তা হারিয়ে যাওয়ায় তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জম্ম নেওয়া সেই ছেলে সন্তানটি বেঁেচ আছে কি তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। আর কি ভাবে ভর্তি কাগজ পত্র ছাড়া এক জনের ডেলিভারির করা হল তা নিয়ে প্রশ্ন শেষ নেই। এমন ঘটনা আগেও ঘটছে কি না তা নিয়ে চলছে গুনজন। হাসপাতার কর্তপক্ষের অবহেলাকে দায়ি করছেন অনেকেই। নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বলেন হাসপাতালের রেজিস্ট্রারে নাম নেই এমন রোগি ডেলিভারির কক্ষে কি ভাবে এলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ‘প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত নার্স হ্যাপি রায় ও ঝরনারানীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে হাসপাতালের ডেলিভারি কক্ষে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার গর্ভধারিণী মা নবজাতকটিকে ফেলে পালিয়ে যান। রাতে বিষয়টি জানাজানি হলে হাসপাতালের নার্স হ্যাপি রায় ও আয়া পুর্ণিমা কুণ্ঠু নবজাতকটিকে গায়েব করে ফেলেন।

এদিকে নবজাতক গায়েবের ঘটনার সঙ্গে হাসপাতালে আরেক নার্স ঝরনা রানী ও আয়া কাকলিরানী জড়িত আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে হাসপাতাল এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকটির কোনো সন্ধান পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ নার্স হ্যাপি রায় ও ঝরনারানীকে সাময়িক বরখাস্ত করেছে।

হাসপাতালের অনেকেরই ধারণা, বাচ্চাটি হয়তোবা কোনো নারীর অপকর্মেও ফসল। নিজের অপকর্ম ঢাকতে তিনি বাচ্চা রেখে পালিয়ে গেছেন। যার সবকিছু জানেন নার্স হ্যাপি ও ঝরনা এবং আয়া কাকলি ও পূর্ণিমা।

হাসপাতালের মহিলা ওয়ার্ডের ২৮ নম্বর বেডের রোগী সালেহা বেগম বলেন, ‘মঙ্গলবার দুপুর একটার দিকে বোরখাপরা এক নারীকে নিয়ে ডেলিভারি রুমে ঢোকেন নার্স ও আয়া। এরপর বিকেল তিনটার দিকে ওই মহিলা বেরিয়ে যান। সন্দেহ হলে আমরা ভেতরে গিয়ে দেখি ওই কক্ষেও বেডে নাকে অক্সিজেন লাগানো একটি বাচ্চা শোয়ানো আছে। এরপর রাত সাড়ে আটটার দিকে বাচ্চার কান্নার শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি রুমে কেউ নেই। বালতির মধ্যে তুলো জড়ানো অবস্থায় বাচ্চাটি উপুড় করে রাখা আছে। আমি দ্রুত বাচ্চাটিকে কোলে নিই। এরপর একজন নার্স ও আয়া পূর্ণিমা এসে আমার কোল থেকে বাচ্চাটি কেড়ে নিয়ে যায়।’

হাসপাতালের দায়িত্বরত নার্স নাজমুন নাহার বলেন, ‘রাত আটটার সময় হ্যাপির ডিউটি শেষ হয়। আমি তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার সময় সে আমাকে ওই বাচ্চা সম্পর্কে কিছু জানায়নি। এরপর লেবার রুমে গিয়ে দেখি একটা বাচ্চা বেডে শোয়ানো। আমি দ্রুত এসে হ্যাপির কাছে বিষয়টি জানতে চাই। তিনি আমাকে খোলসা করে কিছু বলেননি। সাথে সাথে বিষয়টি জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাজিবকুমার পালকে জানাই। ততক্ষণে হাসপাতাল ছেড়ে চলে যান হ্যাপি। পরে আবার হ্যাপিকেডেকে আনা হলে আয়া পূর্ণিমা ও হ্যাপি বাচ্চা নিয়ে যায়। এরপরে কী হয়েছে বলতে পারব না।’
আয়া পূর্ণিমা বলেন, ‘আমি দোতলা থেকে বাচ্চা নিয়ে নিচে হ্যাপি আপার কাছে দিয়েছি।’

এই বিষয়ে জানতে চাইলে নার্স হ্যাপি রায় স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, যাদের বাচ্চা তারা নিয়ে গেছেন। তবে বাচ্চার পিতা-মাতার পরিচয় জানাননি তিনি।
হ্যাপির ভাষ্য, ওই নারীর আগের তিন ছেলে রয়েছে। এবারেরটা ছেলে হওয়ায় স্বামীর নির্যাতন করবে- এই ভয়ে তিনি বাচ্চাটি রেখে গেছেন।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজিবকুমার পাল বলেন, ‘ ডেলিভারির জন্য আসা কোনো রোগীর নাম-ঠিকানা হাসপাতালের রেজিস্ট্রাওে নেই। বাচ্চাটি বেওয়ারিশ। রাতে বিষয়টি জানাজানি হলে নার্স হ্যাপি ও আয়া পূর্ণিমা বাচ্চা সরিয়ে ফেলে। বিষয়টি আব্দুল গফ্ফার স্যার জানেন।’

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার আব্দুল গফ্ফার বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত নার্স হ্যাপি রায় ও ঝরনারানীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান করা হয়েছে ডাক্তার রাজিবকুমার পালকে। কমিটি এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করবে।’


আরো সংবাদ



premium cement
এবার কি যুক্তরাষ্ট্র-ব্রিটেনও ভারতীয় মশলা থেকে মুখ ফিরিয়ে নেবে? গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান (ভিডিও) গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র! জামালপুরে ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশ পাইলিং শঙ্কার মুখে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ গফরগাঁওয়ে বজ্রপাতে নারীর মৃত্যৃ সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে নরসিংদীতে পৃথক স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক কি সবচেয়ে খারাপ সময় পার করছে? লিভারপুলের পরবর্তী কোচ স্লট!

সকল