০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : আমার নাকে পলিপাস থাকার কারণে রোজা অবস্থায় যদি ড্রপ ব্যবহার না করি, তাহলে আমার খুব কষ্ট হয়। এমতাবস্থায় রোজা থেকে আমি ড্রপ ব্যবহার করতে পারব কিনা?
Ñমো: মীর হোসাইন

মাওলানা লিয়াকত আলী : যেসব কারণে রোজা নষ্ট হয়ে যায়, সেগুলোর মধ্যে রয়েছে নাক বা কানের ছিদ্রে তরল ওষুধ ব্যবহার করা। সুতরাং রোজা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে। আপনার সমস্যা যদি এমন প্রকট হয় যে, ড্রপ ব্যবহার ছাড়া আপনি দিন পার করতে পারেন না, তাহলে আপনার জন্য এখনি রোজা না রাখার অবকাশ আছে। সুস্থ হওয়ার পর আপনাকে এই রোজাগুলোর কাজা আদায় করতে হবে। আর যদি কষ্ট করে হলেও রোজা রাখা সম্ভব হয়, তাহলে রোজা রাখাই শ্রেয় এবং রোজা অবস্থায় ড্রপ ব্যবহার থেকে বিরত থাকা জরুরি।


আরো সংবাদ



premium cement