০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


করোনায় মৃত-আক্রান্ত কমেছে, বেড়েছে সুস্থতার সংখ্যা

- ছবি - সংগৃহীত

মহামারী করোনাভাইরাসে দ্বিতীয় দিনের মত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা বেড়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৪৩ হাজার ২৫৯ জনে।

আক্রান্ত হয়েছেন সাড়ে চার লাখের বেশি মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৩৬৩ জন।

অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় আট লাখ মানুষ। মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ২৪ লাখ ২৮ হাজার ২৯৫ জন।

এর আগে রোববার মারা গিয়েছিলেন এক হাজার ৬২৬ জন মানুষ। আক্রান্ত হয়েছিলেন পাঁচ লাখ ৩৫ হাজার ১১২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত লাখেরও বেশি মানুষ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২৬ লাখ ৬২ হাজার ৭৪৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ১৮ হাজার ৩৩৫ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৬০ হাজার ৮৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২২ হাজার ২২৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৪ লাখ নয় হাজার ৪৬৩ জন। ছয় লাখ ৬২ হাজার ৭০১ জন মারা গেছেন।


আরো সংবাদ



premium cement
নিজ্জর হত্যার কানাডায় গ্রেফতার ৩ ভারতীয় যুবকের পরিবার কী বলছে? গাজীপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে দুর্ধর্ষ ডাকাতি সখীপুরে স্কুল খোলা থাকলেও নেই শিক্ষার্থী, প্রধান শিক্ষকের রুমে তালা বিজয়ের সেঞ্চুরিতে ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী বিদ্যুৎস্পৃষ্টে নয়, মা গলা টিপে হত্যা করেন শিশু মাইশাকে গরমে ঢাকার হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, শিশু ওয়ার্ডে আসন সঙ্কট প্রকট এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা জমির পানের বরজ সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চটেছেন সাকিব, চেপে ধরলেন ঘাড় টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে কার্যক্রম শুরু যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস

সকল