২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এখনই শেষ হবে না করোনা মহামারী, তার কারণ...

- ছবি : সংগৃহীত

এখনই শেষ হওয়ার নয় করোনা সংক্রমণ। এমনকি মহামারী সংক্রমণ শেষ হওয়ার ধারে কাছেও নেই। একথাই সাফ জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনা সম্পর্কে প্রথম যখন জানিয়েছিল চীন, তারপর ৬ মাস কেটে গিয়েছে। ১ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, ৫ লাখ মানুষের প্রাণ চলে গিয়েছে। আরো অনেকে আক্রান্ত হতে পারেন। ভাইরাস এখনো অনেক জায়গায় সংক্রমণ ছড়াবে। মহামারী শেষ হওয়ার নাম মাত্র ইঙ্গিত নেই।

আধানম এ-ও বলেছেন, "আমরা সকলে চাই ভাইরাস শেষ হোক। কিন্তু বাস্তবে আমরা শেষের ধারে কাছেও নেই। যদিও কিছু দেশ উন্নতি করছে তবু বিশ্বব্যাপী ভাইরাসের গতি ক্রমশই বাড়ছে।"

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপদকালীন ব্যবস্থাপনার প্রধান মাইক রায়ান জানিয়েছেন, প্রতিষেধক তৈরিতে উন্নতি হলেও কবে প্রতিষেধক মিলবে তার কোনও নিশ্চয়তা নেই।

কিছু দেশ আইসোলেশন, দ্রুত পরীক্ষা ও ট্র্যাকিংয়ের মাধ্যমে করোনা লড়াইয়ে সফল হচ্ছে। দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানির নাম নিয়ে একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জিনিউজ


আরো সংবাদ



premium cement