২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে একত্রে কাজ করতে হবে : জাতিসংঘ

করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে একত্রে কাজ করতে হবে : জাতিসংঘ - ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে বিশ্ব সম্প্রদায়কে একত্রে কাজ করা এবং একে অন্যের প্রতি দেখাশোনা করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটি বিচক্ষণতা, বিজ্ঞান ও মূল ঘটনা পর্যবেক্ষণের সময়; আতঙ্ক, কুসংস্কার বা ভয়ের নয়।’

‘যদিও করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করা হয়েছে, তবে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব’, বলেন জাতিসংঘ মহাসচিব।

তিনি বলেন, ‘আমরা করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে পারি, সংক্রমণ রোধ করতে পারি এবং মানুষের জীবন বাঁচাতে পারি। তবে এ জন্য ব্যক্তিগত, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে।’

গুতেরেস আরও বলেন, ‘চলমান পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন, চিন্তিত এবং বিভ্রান্ত। এটি একেবারেই স্বাভাবিক।’ ভাইরাসটি ছড়িয়ে পড়ার পাশাপাশি বিপদও বাড়ছে এবং স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনীতি ও প্রতিদিনকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে, বলেন তিনি।

‘আমরা বিভিন্ন দেশের সরকারের সাথে সার্বক্ষণিক কাজ করছি এবং আন্তর্জাতিকভাবে তাদের নির্দেশনা প্রদান করার মধ্য দিয়ে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় সকলকে সহায়তা করছি’, বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement