১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


ওমেপ্রাজল সেবনে বাড়ে হিপ ফ্রাকচার

-

প্রোটন পাম্প ইনহেবিটর (পিপিআই) যেমন ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যানসোপ্রাজল আমরা সবাই মুড়িমুড়কির মতো সেবন করি। পেটে একটু অস্বস্তি লাগলেই এসব ওষুধ সেবন করে থাকি। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে এটি দেহের জন্য ক্ষতিকর।
বয়স্ক নারীরা হিপ ফ্রাকচার বা ঊরুর উপরের দিকের হাড় ভেঙে যাওয়ার সমস্যায় বেশি ভোগেন। মেয়েদের মাসিক বন্ধের পর এ সমস্যা বেশি দেখা দেয়। বোস্টনের ম্যাসেচুটে জেনারেল হাসপাতালের গবেষকরা গবেষণার পর দেখতে পান যারা বেশি পিপিআই সেবন করেন তাদের হিপ ফ্রাকচার বেশি হয়। সাধারণত যারা ২ বছরের বেশি সেবন করেন তাদের এ সমস্যা দেখা দেয়। যারা যত বেশি দিন পিপিআই সেবন করেন তাদের এ ঝুঁকি আরো বাড়ে। এ তথ্য বিখ্যাত বিএমজে জার্নালে প্রকাশিত হয়েছে।
এ গবেষক দলের নেতৃত্ব দেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হামিদ খলিলি। গবেষকরা জানান, যারা ২ বছরের বেশি পিপিআই সেবন করেন তাদের হিপ ফ্রাকচার হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ বাড়ে। এর ওপর যারা ধূমপান করেন তাদের ঝুঁকি আরো বাড়ে। গবেষকরা অহেতুক পিপিআই সেবন না করার জন্য পরামর্শ দিয়েছেন।


আরো সংবাদ



premium cement