২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


বাংলা প্রথম পত্র গদ্যাংশ : পল্লীসাহিত্য গদ্যাংশ : আম আঁটির ভেঁপু

-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : পল্লীসাহিত্য’ থেকে আরো ৩টি এবং ‘গদ্যাংশ : আম আঁটির ভেঁপু’ থেকে ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
গদ্যাংশ : পল্লীসাহিত্য
নিচের উদ্দীপকটি পড়ে ৫২-৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কৌরি প্রায়ই ইংরেজি গান শোনে। মা ভীষণ বিরক্ত হয়ে বলে ‘শুনতে হলে মাটির গান শোন, লোকসঙ্গীত শোন শান্তি পাবি’। কৌরি প্রতি-উত্তরে বলে, ওসব তোমাদের যুগে ছিল। আমাদের ওসব মানায় না। লোকে তাহলে মডার্ন বলবে না। তা ছাড়া বর্তমান সমাজে মিশতে গেলে ইংরেজি চর্চা, হিন্দি ডিসকো গানের বিকল্প নেই।
৫২। উদ্দীপকে কৌরির প্রতি-উত্তরের কারণ কী?
র) আধুনিক শিক্ষার সর্বনাশা স্রোত
রর) আধুনিক প্রযুক্তির অপ্রতিরোধ্য প্রভাব
ররর) পল্লীর লোক সঙ্গীতের অপপ্রচার
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র ও রর ঘ) রর ও ররর
৫৩। কৌরির মায়ের ইচ্ছা পূরণে কী করা যেতে পারে?
র) শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেঁয়ো সাহিত্যের জোড়া বাংলাঘর তোলা
রর) ফোকলোর সোসাইটি স্থাপন করা
ররর) পল্লীর লোকসাহিত্যের প্রতি কদর করা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৫৪। উদ্দীপকের বিষয়বস্তু কোনটি?
ক) পল্লীসাহিত্যের উপযোগিতা
খ) পল্লীসাহিত্যের বৈপরীত্য
গ) পল্লীসাহিত্যের কদর
ঘ) পল্লীসাহিত্যের গৌরব ও মর্যাদা
উত্তর : ৫২. গ, ৫৩. ক, ৫৪. গ।
গদ্যাংশ : আম আঁটির ভেঁপু
১। অপু ও দুর্গা কেমন পরিবারের শিশু?
ক) সঙ্কটাপন্ন পরিবারের
খ) নিম্নবিত্ত পরিবারের
গ) হতদরিদ্র ছিন্নমূল পরিবারের
ঘ) ছিন্নমূল পরিবারের
২। হরিহর কয় মাস অন্তর বেতন পায়?
ক) চার-পাঁচ মাস খ) তিন-চার মাস
গ) এক-দুই মাস ঘ) দুই-তিন মাস
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
মিনা নৌকায় চড়ে বাড়ির দিকে রওনা হয়। যেতে যেতে খাল ঘেঁষে হরেক রকম গাছ দেখে চোখ সরাতে পারে না। তার মধ্যে কোনোটি চেনে আবার কোনোটি চেনে না। তাই প্রশ্ন করে করে বাবাকে বিরক্ত করে। বাবার কণ্ঠে বিরক্তির সুর ‘এই জন্যই তোদের গ্রামের বাড়িতে নিয়ে আসি না।’
৩। উদ্দীপকের মিনার আচরণে ফুটে ওঠা দিক কোন রচনার উপজীব্য?
ক) নিমগাছ
খ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
গ) অভাগীর স্বর্গ
ঘ) আম আঁটির ভেঁপু
উত্তর : ১.খ, ২.ঘ, ৩.ঘ।


আরো সংবাদ



premium cement