১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

করোনা সংক্রমণ নিয়ে আশার খবর

করোনা সংক্রমণ নিয়ে আশার খবর - সংগৃহীত

অসুস্থ হওয়ার ১১ দিন পর থেকে কোনো করোনা রোগীর মাধ্যমে আর সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে না। এমনকি ওই সময় ওই রোগীর রিপোর্ট ফের পজিটিভ এলেও তার শরীর থেকে ভাইরাস ছড়াবে না। সিঙ্গাপুরের সংক্রামক রোগ বিশেষজ্ঞদের একটি গবেষণা থেকে এই নতুন তথ্য সামনে এলো।

সিঙ্গাপুরের সংক্রামক রোগ সংক্রান্ত ন্যাশনাল সেন্টার ও অ্যাকাডেমি অব মেডিসিনের যৌথ গবেষণায় এই নতুন তথ্য সামনে এসেছে। ৭৩ জন করোনা রোগীকে নিয়ে এই গবেষণা চালানো হয়েছে। তার ফলাফলের ভিত্তিতে গবেষণাপত্র তৈরি করা হয়েছে। সিঙ্গাপুরে এতদিন রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত কোনও করোনা আক্রান্তকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছিল না। গবেষণার এই নতুন তথ্য সেই নীতিতে পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে বলে জানা যাচ্ছে।

সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে ১৩ হাজার ৮৮২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
সূত্র : বর্তমান


আরো সংবাদ



premium cement