০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


স্বা স্থ্য ত থ্য

-

পান-সুপারির সাথে
বন্ধুত্ব মোটেই নয়

আমাদের এ উপমহাদেশে খাবারের পর পান-সুপারি চিবানো একটি বহুল প্রচলিত অভ্যাস। অনেকে আবার পান আর সুপারির সাথে চুন বা জর্দা ব্যবহার করে থাকেন। অনেকের মতে, এর ফলে পরিপাক ভালো হলেও আসলে পান-সুপারি মোটেও কোনো সুফলদায়ী খাদ্য নয়। সম্প্রতি ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণা থেকে জানা গেছে, যারা নিয়মিত পান-সুপারি খেয়ে থাকেন, তাদের মুখগহ্বরের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সুপারিতে থাকা কপার এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত, যা মুখগহ্বরে এক ধরনের রোগ-ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস করে থাকে। সুপারিতে আরো আছে কিছু ক্ষতিকর পদার্থ, যা রক্তে হেমোসিস্টিনের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে হৃৎপিণ্ডের বিভিন্ন রোগের আশঙ্কা অনেক বেড়ে যায়। সুপারির ‘আরকোলিন’ নামক পদার্থ, রক্তনালীর সঙ্কোচন করে এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন করে থাকে। তা ছাড়া এ আরকোলিন শ্বাসনালীর বিভিন্ন স্থানের হঠাৎ সঙ্কোচনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করে। যারা অ্যাজমা রোগে ভুগছেন, তাদের জন্য হয়ে উঠতে পারে জীবননাশী। এসব ক্ষতিকর প্রভাব জানার পর আপনি নিশ্চয়ই পান-সুপারি চিবানোর এ অভ্যাস পরিহার করার চেষ্টা করবেন।
সাপের বিষ ও শক্ত বাঁধন
আমরা অনেকেই কমবেশি হয়তো জানি, সাপে কাটলে সাথে সাথে আক্রান্ত অঙ্গ বা প্রত্যঙ্গটির ক্ষতের ওপর শক্ত করে বেঁধে ফেললে সাপের বিষ আর সব শরীরে ছড়িয়ে পড়তে পারে না। কিন্তু শক্ত করে দেয়া এই বাঁধনের কারণে কিছু দিন পর আপনার আক্রান্ত হাত বা পা পুরোটাই হারাতে হতে পারে! শক্ত বাঁধন পুরো অঙ্গটির রক্ত ও অক্সিজেন সরবরাহ মারাত্মক ব্যাহত করে। এর ফলে কিছু দিন পর ওই অঙ্গটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে তা কেটে বাদ দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তা হলে কি সাপে কাটলে বাঁধন দেয়া যাবে না? অবশ্যই বাঁধন দিতে হবে।
কিন্তু তা হতে হবে পরিমিত, যা রক্ত সরবরাহকে ব্যাহত না করে বরং ওই অঙ্গের লসিকানালীগুলো সাময়িক বন্ধ করে দেয়। তা ছাড়া এটি নির্দিষ্ট বিরতির পর অল্প কিছুক্ষণের জন্য হলেও বাঁধনটি হাল্কা করে দিতে হবে। আর যত তাড়াতাড়ি পারা যায়, আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।


আরো সংবাদ



premium cement
বাল্যবিবাহ ঠেকানোয় বিষপানে তরুণীর আত্মহত্যা মে মাসে দেশে বৃষ্টির সর্বকালের রেকর্ড ভাঙবে! দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে হুঁশিয়ারি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতে জনগণের প্রতি রিজভীর আহ্বান প্রয়োজনে শুক্রবারও ক্লাস হবে : শিক্ষামন্ত্রী উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা কায়রোতে প্রতিনিধিদল পাঠানোর দাবি ইসরাইলের বিরোধীদলীয় নেতার পাথরঘাটায় ট্রলারের সাথে ট্রলারের থাক্কা, জেলে নিখোঁজ পশ্চিম তীরে ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী ব্রাজিলে ভয়াবহ বন্যা, নিরাপদ স্থানে সরানো হয়েছে ৭০ হাজার লোক

সকল