এফএ কাপের শিরোপা ম্যানসিটির, ট্রেবল জয়ে বাকি আর এক ধাপ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৩, ০০:৩৯
ট্রেবল জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল ম্যানসিটি। এফএ কাপের শিরোপা নিশ্চিত করেছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ইপিএলের পর এফএ কাপ, আর মাত্র বাকি একটা ধাপ। পরম আরাধ্যের চ্যাম্পিয়নস লিগটা জিতলেই হয়ে যায় বাকি কাজটা।
ইংল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে ট্রেবল জয়ের হাতছানি সিটির সামনে। পারবে তো তারা? এই প্রশ্নের উত্তর পেতে সপ্তাহখানেক অপেক্ষা করতেই হচ্ছে। আগামী ১০ জুন ইন্টার মিলানকে হারাতে পারলেই তবেই হবে ইতিহাস লেখা।
ইপিএলে ট্রেবল জয়ের প্রথম কীর্তি ম্যানচেস্টার ইউনাইটেডের। শনিবার সেই ম্যানচেস্টারকে হারিয়েই এফএ কাপের শিরোপা পুনরুদ্ধার করলো ম্যানচেস্টার সিটি। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বিতে ২-১ গোলে শেষ হাসি হেসেছে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি।
তবে সিটি যে ট্রেবল ইতিহাসে নাম লিখাতে মরিয়া হয়ে আছে, তার প্রমাণ মিলে ম্যাচ শুরুর পর ঘড়ির কাঁটা এক মিনিট হওয়ার আগেই। দর্শকরা গ্যালারিতে বসার আগেই প্রথমবার গোল উদযাপনে মাতে ম্যানসিটি। গোল করেন গিনদোয়ান। যা এফএ কাপের ফাইনালের সবচেয়ে দ্রুততম গোল!
ম্যাচ শুরুর মাত্র ১৩ সেকেন্ডের মাথায় কেউ কিছু বুঝে ওঠার আগেই দলকে এগিয়ে দেন গিনদোয়ান। গোলরক্ষক স্টেফান ওর্টেগার লম্বা করে বাড়ানো বল দুই সতীর্থে পা ছুঁয়ে চলে আসে প্রতিপক্ষের ডি-বক্সের কাছে, গিনদোয়ানের সামনে। সুযোগ পেয়ে ইতিহাস গড়তে ভুল করেননি। ভেঙে দেন ২০০৯ সালে লুইস সাহার করা ২৫ সেকেন্ডে গোলের রেকর্ড।
সেই গোলের আমেজ ধরে রাখে সিটি। খেলতে থাকে প্রাধান্য বিস্তার করে। তবে সময়ের সাথে সাথে নিজেদেএ গুছিয়ে ফেলে ইউনাইটেড, সিটির গতি কিছুটা রোধ করে তারা। পাল্টা আক্রমণ দিতে থাকে রেড ডেভিলরা। মাঝে অবশ্য সিটিত হয়ে ২৮তম মিনিটে কেভিন ডি ব্রুইনা সুযোগ খুঁজে নিয়েছিলেন। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।
এর পরপরই ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পেয়ে যায় ইউনাইটেড। তাদের পাল্টা আক্রমণে সিটির বক্সে জ্যাক গ্রিলিশের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট কিকে সমতা ফেরান পর্তুগিজ প্লেমেকার ব্রুনো ফার্নান্দেজ। ১-১ গোল নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ফের আক্রমণ চালাতে থাকে সিটি। একের পর আক্রমণের ফলে ৫১তম মিনিটে আবারো জালের দেখা পেয়ে যায় তারা। এবারো সেই গিনদোয়ানই গোলদাতা। ডি ব্রুইনার ফ্রি কিক থেকে বল বক্সের বাইরে পেয়ে শট নেন এই জার্মান মিডফিল্ডার। শটে খুব জোর না থাকলেও ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল আপন ঠিকানা খুঁজে নেয়।
হ্যাটট্রিকের সুযোগ এসেছিল গিনদোয়ানের সামনে। বল জালেও প্রবেশ করান তিনি। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। মাঝে অবশ্য দুটো বড় সুযোগ তৈরি করেন ডি ব্রুইনা ও আর্লিং হালান্ড। তবে দুটো সুযোগই রুখে দিয়ে ইউনাইটেডকে রক্ষা করেন গোলরক্ষক ডি গিয়া।
শেষদিকে অবশ্য বেশ কিছু আক্রমণ সৃষ্টি করে ম্যানইউ। তবে তাতে আর গোলমুখ খুলতে পারেনি। ২-১ ব্যবধানে হয় শিরোপা নিষ্পত্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা