১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


কাতারে ইসরাইলি সাংবাদিককে সৌদি সমর্থকের তিরস্কার

ইসরাইলি সাংবাদিককে তিরস্কার করছেন সৌদি সমর্থক - ছবি - ইন্টারনেট

চলমান ফুটবল বিশ্বকাপে কাতারে এক ইসরাইলি সাংবাদিককে তিরস্কার করেছে সৌদি সমর্থক। শনিবারের ঘটনাটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।

ঘটনার শিকার মোয়াব বারদি ইসরাইলের কেন ১১ টিভির সাংবাদিক ছিলেন।

ওইদিন সৌদি আরবকে দুই গোলে হারিয়েছিল পোল্যান্ড। ম্যাচ শেষে সাংবাদিক মোয়াব বারদিকে এক সৌদি সমর্থক চিৎকার করে বার বার একই কথা বলতে থাকেন, ‘ফিলিস্তিনিরা কেবল এখানে আসবে, কোনো ইসরাইলি আসতে পারবে না। এখান থেকে চলে যাও। তোমাকে এখানে স্বাগত জানান হবে না। এটা কাতার, আমাদের দেশ। তুমি এখানে আসতে পারো না। শুধু ফিলিস্তিনিরা আসবে, কোনো ইসরাইলি না।’

এসময় অন্যরা বলতে থাকে, ‘ফিলিস্তিনকে মুক্তি দাও।’

চ্যানেল ১২ টিভির এক সাংবাদিকও একই ঘটনার শিকার হন। রয়টার্সকে জানান, তাকেও তিরস্কার করা হয়েছে।

উল্লেখ্য, কাতারে ইসরাইলি সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। তাদের জন্য সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল