২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আর্জেন্টিনার ড্রয়ের দিনে জয় পেলো ব্রাজিল

আর্জেন্টিনার ড্রয়ের দিনে জয় পেলো ব্রাজিল - ছবি : সংগৃহীত

শুক্রবার বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে ড্র করে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে পয়েন্ট হারিয়েছে দলটি। এদিকে শুরুতে গোল খেয়ে বসেছিল ব্রাজিলও। পিছিয়ে ছিল ম্যাচের ৭১তম মিনিট পর্যন্ত। মনে হচ্ছিল পয়েন্ট হারাতে পারে সেলেসাওরাও।

কিন্তু ৯০ মিনিটের খেলাশেষে বড় ব্যবধানে জয়ই পেয়েছে তিতের দল। ৩-১ গোলে ভেনেজুয়েলাকে হারিয়েছে ব্রাজিল। এ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৯ ম্যাচের সবগুলোতেই জিতেছে সেলেসাওরা। হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় ম্যাচটিতে ছিলেন না নেইমার।

শুক্রবার ভোরে ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে চলতি বিশ্বকাপ বাছাইপর্বে টানা নবম জয় তুলে নিয়েছে ব্রাজিল। যার সুবাদে আরো পাকাপোক্ত হয়েছে পয়েন্ট টেবিলে তাদের শীর্ষস্থান। ৯ ম্যাচে পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৭ মিনিটের সময় জালের ঠিকানা খুঁজে নেন থিয়াগো সিলভা। কিন্তু রাফিনহার সেট পিসে জোরালো হেড দেয়ার সময় অফসাইডে ছিলেন তারকা ডিফেন্ডার। ফলে বাতিল হয়ে যায় সেই গোল, ম্যাচে পিছিয়েই থাকতে হয় ব্রাজিলকে।

তবে ৭১তম মিনিটের সময় আরেক ডিফেন্ডার মার্কুইনহোসের গোলে স্বস্তি ফেরে ব্রাজিল ডাগআউটে। অভিষিক্ত রাফিনহার বাঁকানো কর্নার থেকে দারুণ এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন মার্কুইনহোস। এবার আর অফসাইডের পতাকা তোলার সুযোগ ছিলো না, সমতা ফেরে ম্যাচে।

১৯৬৯ সালের পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচের ২৬ বারের দেখায় মাত্র তিনবার ভেনেজুয়েলার সাথে ড্র করেছিল ব্রাজিল। মনে হচ্ছিল, আজকের ম্যাচেও হয়তো পয়েন্ট খোয়াতে হবে সেলেসাওদের। কিন্তু তা হতে দেননি গাবিগোল, অ্যান্টনিওরা।

ম্যাচের ৮৫ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল হজম করে ভেনেজুয়েলা। ডি-বক্সের মধ্যে গাবিগোল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজতম সুযোগ হাতছাড়া করেননি গাবিগোল। ফলে পাঁচ মিনিট বাকি থাকতে লিড পায় ব্রাজিল।

তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ব্যবধান আরো বাড়িয়ে নেয় তারা। অতিরিক্ত যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাফিনহার দ্বিতীয় এসিস্টে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন অ্যান্টনিও সান্তোস। যার সুবাদে ৩-১ গোলের ব্যবধানে বিশ্বকাপ বাছাইয়ে ৯ ম্যাচে নবম জয় পায় ব্রাজিল।


আরো সংবাদ



premium cement
মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার

সকল