১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


ড্রয়ের চক্রে স্পেন

ড্রয়ের চক্রে স্পেন - ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচে গোলের দেখাই পায়নি। সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র। দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেল স্পেন। পেল পেনাল্টিও। তারপরও ড্রয়ের চক্র এড়াতে পারলো না স্প্যানিশরা। পোল্যান্ডের সঙ্গে হোঁচট খেয়েছে দলটি।

সেভিয়ার লা কার্তুহায় শনিবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন হয়ে গেল স্পেনের।

বল দখল ও আক্রমণে পুরো ম্যাচে আধিপত্য করে স্পেন। গোলের উদ্দেশে তাদের ১২ শটের ৫টি ছিল লক্ষ্যে। পোল্যান্ডের ৫ শটের ২টি লক্ষ্যে ছিল।
২৫ মিনিটে এগিয়ে যায় স্পেন। মরেনোর পাসে বল জালে পাঠান মোরাতা। শুরুতে অবশ্য অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান। ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

৫৪ মিনিটে সমতা আনে পোল্যান্ড। ডান দিক থেকে সতীর্থের ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন লেভানডফস্কি। দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোর ভিন্ন তিন আসরে (২০১২, ২০১৬, ২০২০) জালের দেখা পেলেন ২০২০-২১ মৌসুমে বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ড গড়া লেভানদোভস্কি।

একটু পরেই লিড নেয়ার সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু স্পট কিকে বল পোস্টে মারেন মোরাতা। ফিরতি বল লক্ষ্যে রাখতে পারেননি মোরাতা। মরেনো ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।


আরো সংবাদ



premium cement