১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


মনে প্রাণে আমি একজন ফিলিস্তিনি : ম্যারাডোনা

- ছবি : সংগৃহীত

দুনিয়া ছেড়ে চলে গেছেন দিয়েগো আরমান্ডো ম্যারডোনা। কাঁদাচ্ছেন সারা বিশ্বে থাকা শতকোটি ফুটবলভক্তদের। ফুটবল বিশ্ব তাকে মনে রাখবে অনন্ত কাল পর্যন্ত।

তবে ফিলিস্তিনিরা তাকে অন্যভাবেই মনে রাখবে। কারণে ফিলিস্তিনিদের কাছে ম্যারাডোনা একজন ফুটবলারের চেয়েও বেশি ছিলেন। তিনি সর্বদা ফিলিস্তিনকে সমর্থন করেছিলেন। এমনকি তিনি বহুবার ফিলিস্তিন সফরেও গিয়েছিলেন।

গাজার শাসক দল হামাসের মুখপাত্র সামি আবু জুহরি ম্যারাডোনার পরিবার ও বিশ্বজুড়ে তার ভক্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, একজন মহান ফুটবলার ম্যারাডোনার মৃত্যুর জন্য আমরা অত্যন্ত শোকাহত। যিনি সব সময় ফিলিস্তিনের পক্ষের বলে পরিচিত ছিলেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও তার মৃত্যুতে একটি বিবৃতি প্রকাশ করেন জানান, ফিলিস্তিনিরা তার প্রশংসা করেছেন।

২০১২ সালে ম্যারাডোনা নিজেকে "ফিলিস্তিনি জনগণের এক নম্বর ভক্ত" হিসাবে বর্ণনা করেছিলেন।

ম্যারাডোনা বলেছিলেন, আমি তাদের সম্মান করি এবং তাদের প্রতি সমবেদনা জানাই। আমি নির্ভয়ে ফিলিস্তিনকে সমর্থন করি।

এর দুই বছর পর ২০১৪ সালে ইসরাইল যখন গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, ম্যারাডোনা প্রথম ব্যক্তি যিনি ইসরাইলের এই পদক্ষেপকে "লজ্জাজনক" হিসাবে ঘোষণা করেছিলেন।

এক বছর পরে, ২০১৫ সালে এএফসি এশিয়ান কাপ উপলক্ষে ফিলিস্তিনি জাতীয় দলের কোচের দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়েছিল।

২০১৮ সালে দিয়েগো ম্যারাডোনা এবং মাহমুদ আব্বাসের রাশিয়ায় দেখা হয়েছিল যেখানে তিনি তাকে বলেছিলেন “মনে প্রাণে আমি একজন ফিলিস্তিনি।”

ম্যারাডোনা সাম্রাজ্যবাদবিরোধী, বামপন্থী সমাজতান্ত্রিক ব্যক্তিত্ব ছিলেন। যিনি প্রগতিশীল আন্দোলনকে সমর্থন করেছেন। তার বন্ধুদের মধ্যে রয়েছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ, কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো এবং বলিভিয়ার ইভো মোরেলেস।

হুগো শ্যাভেজের সাথে জর্জ বুশ বিরোধী শার্ট গায়ে একাধিক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন।

সূত্র : আল জাজিরা ও দ্য ইসলামিক ইনফরমেশন


আরো সংবাদ



premium cement
নির্বাচনী শোভাযাত্রায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত ‘লাজুক’ স্বভাবের ভেলুপিল্লাই প্রভাকরণ যেভাবে শক্তিশালী গেরিলা বাহিনী গড়ে তুলেছিলেন যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত কিছু অভিবাসীকে দ্রুত বহিষ্কার করতে চায় হামলা জোরদার করতে পারে রাশিয়া : জেলেনস্কি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, শিশুসহ নিহত ২ ভৈরবে র‍্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, ৩০ মোটরসাইকেল জব্দ দুর্ভিক্ষের কারণে সুদানে মানবিক সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো বিদেশী সামরিক উপস্থিতি মানব না : হামাস ৩ লাশ উদ্ধারের নেতানিয়াহুর দাবিতে সন্তুষ্ট নয় ইসরাইলিরা কিডনির ‘নীরব ঘাতক’ উচ্চ রক্তচাপ!

সকল