২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টানা ৪ জয়ে শেষ ষোলোয় মেসিহীন বার্সা

- ছবি : সংগৃহীত

লা লিগায় হোঁচট খেলেও চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত বার্সেলোনা। লিওনেল মেসিসহ শীর্ষ সারির কয়েক ফুটবলারকে ছাড়াই মঙ্গলবার রাতে দারুণ জয় পেয়েছে কাতালান ক্লাবটি। ৪-০ গোলে দলটি হারিয়েছে ডায়নামো কিয়েভকে। টানা চার জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছে গেছে স্পেনের জায়ান্টরা।

লা লিগায় কয়েকদিন আগে অ্যাটলেটিকোর কাছে হেরে গিয়েছিল বার্সা। সেই একাদশ থেকে প্রায় সাতটি বদল আনেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। এরপরও এসেছে বড় জয়।

স্বাগতিক কিয়েভ প্রথমার্ধে ভালো খেলেছে। পরিস্কার কোন আক্রমণ তৈরি করতে না পারলেও রক্ষণ ছিল অটুট। তবে দ্বিতীয়ার্ধ থেকে বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। বার্সা পেতে থাকে একের পর এক গোল।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে লিড নেয় বার্সেলোনা। ডি-বক্সে পেদ্রির পাস পেয়ে ব্রাথওয়েট বাড়ান দেস্তকে। কিছুটা এগিয়ে ডান পায়ের শটে গোল করেন দেস্ত। বার্সেলোনার হয়ে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডারের এটা প্রথম গোল। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। কর্নার থেকে মিনগেসার হেড দূরের পোস্টে স্লাইড করে জাল কাঁপান এই ড্যানিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে এটা তার প্রথম গোল।

৭০ পেনাল্টি কিকে স্কোর ৩-০ করেন ব্রাথওয়েট। একের পর এক আক্রমণ করে যাওয়া সফরকারীরা চতুর্থ গোলটি পায় যোগ করা সময়ে। জর্দি আলবার পাসে শেষ গোলটি করেন ফরাসি স্ট্রাইকার গ্রিজম্যান। চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরে গ্রিজম্যানের এটি প্রথম গোল।

জি গ্রুপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ডায়নামোর পয়েন্ট ১। গ্রুপের অন্য ম্যাচে ফেরেন্সভারোসকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে রোনালদোর জুভেন্টাসও। চার ম্যাচে দলটির পয়েন্ট পয়েন্ট ৯।


আরো সংবাদ



premium cement
ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব শিরোপার আরো কাছে রিয়াল মাদ্রিদ গাজানীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

সকল