২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এক দলে খেলতে পারবে চার বিদেশী

এক দলে খেলতে পারবে চার বিদেশী - সংগৃহীত

বাফুফের বর্তমানে পেশাদার লিগ কমিটির শেষ সভা ছিল বৃহস্পতিবার। তাতে যে সিদ্ধান্ত তা শেষ পর্যন্ত বহাল থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে ২০২০-২১ মওসুমের ফুটবল। ফেডারেশন কাপ দিয়েই যাত্রা শুরু হবে করোনার ধাক্কা সামলিয়ে ফুটবল সিজনের। লিগ কমিটির আগের সভায় অধিকাংশ ক্লাবই বিদেশীর বিপক্ষে ছিল। এখন ভিন্ন সূর। দুই ক্লাব ছাড়া বাকী সব ১১ ক্লাবই বিদেশীর পক্ষে। কালকেই এই সভায় এই সিংহভাগ ক্লাবের মতামতেই প্রতিফলন। আসন্ন মওসুমে প্রতি ক্লাব চার জন বিদেশীকে করাতে পারবে রেজিস্ট্রেশন। খেলতে পারবে এই চার জন। এই সংখ্যা গত বারের তুলনায় একজন কম। গত সিজনে পাঁচ বিদেশী ফুটবলারকের রেজিস্ট্রেশন করানো হয়েছিল। মাঠে নামতে পারতো চার জন। জানান লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী।

করোনার সময়েই হবে লিগ। যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে ভিন্ন কথা। করোনাকালে ঢাকার বাইরে কোনো হোটেলে থেকে খেলার পক্ষে নয় কোনো ক্লাব। তাই ঢাকার আশে পাশের ভেন্যুতেই হবে খেলা। যাতে দিনে দিনে খেলে ফিরে আসা যায়। এই ভেন্যুর সংখ্যা চারটি। বলেন সালাম মুর্শেদী। তার মতে , আগামী বছর প্রচুর আন্তর্জাতিক ম্যাচ আছে। তাই আমাদের তাড়াতাড়ি খেলা শেষ করতে হবে। এদিকে বাফুফে সেক্রেটারী আবু নাঈম সোহাগ তথ্য দেন, ঢাকার নিকটবর্তী ভেন্যু হলে নতুন একাধির ভেন্যুতে খেলা হতে পারে।

আসন্ন ফুটবল মওসুমে সবচেয়ে আলোচিত ছিল খেলোয়াড়দের পারিশ্রমিক। তারা তাদের বকেয়ার পুরো টাকা এবং নতুন চুক্তিতে পুরনো চুক্তির উপর ৬০ শতাংশ পারিশ্রমিক দাবী করেছিল। কিন্তু ক্লাব ক্লাবগুলোর সাথে আলোচনা করে লিগ কমিটির সিদ্ধান্ত, পুরনো চুক্তির ২৫ শতাংশ টাকা দিয়ে এবারের মওসুমে খেলোয়াড়দের নিতে পারবে প্রত্যেক ক্লাব। সে সাথে বকেয়া টাকার ৪৫ শতাংশ হাতে দিয়েই চুক্তি স্বাক্ষর করাতে হবে। তবে যাদের পারিশ্রমিক ১০ লাখের কম তাদের বিষয়ে কোনো সিদ্ধান্তই নেয়নি লিগ কমিটি।

লিগের আগে কবে দলবদল তা বাফুফের নির্বাচনের দিকে ঠেলে দেয়া হলো। মানে নতুন কমিটি এসে সিদ্ধান্ত নেবে। গতকালের সভায় ছিল না পুলিশ এবং চট্টগ্রাম আবাহনীর কোনো প্রতিনিধি। চট্টগ্রাম আবাহনী তাদের প্রতিনিধি বদল করেছে বলে জানান সালাম মুশেদী।


আরো সংবাদ



premium cement
যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫ চৌগাছায় সিদ কেটে স্বর্ণের দোকানে চুরি দুর্নীতির মামলায় কৃষিমন্ত্রীকে আটক করল ইউক্রেন

সকল