০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


আরো ৫ ফুটবলার করোনায় আক্রান্ত

আরো ৫ ফুটবলার করোনায় আক্রান্ত - সংগৃহীত

করোনার ছোবলে বিধ্বস্ত জাতীয় ফুটবল দল। আজ মেডিক্যাল টেস্টে করোনা ধরা পড়েছে বাংলাদেশ দলের আরো ৫ ফুটবলারের। এরা হলেন, গোলরক্ষক শহীদুল আলম সোহেল , ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম ও সোহেল রানা। এ তথ্য জানান, ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু। ফলে এখন পর্যন্ত জাতীয় দলে করোনা আক্রান্ত ফুটবলারের সংখ্যা ৯। আজ আক্রান্তদের ছাড়াই রাতে সারাহ রিসোর্টে গেছেন বাকিরা।

শনিবার অবশিষ্ট ফুটবলারদের করোনা টেস্ট হবে। সোহেল, বাদশা এবং সোহেল রানা ঢাকা আবাহনীর ফুটবলার। বাকী দুই জন বসুন্ধরা কিংসের খেলোয়াড়। অথচ এদের সবার প্রথম দফা করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। যা তারা বাফুফের নির্দেশে নিজ উদ্যোগে করায় যার যার এলাকায়। বাফুফে আগেই জানিয়েছিল, ফুটবলাররা টেস্ট করিয়ে ঢাকায় বাফুফের ক্যাম্পে আসার পর ফের তাদের কোভিড -১৯ এর টেস্ট করানো হবে। এখন সে টেস্টেই একের পর এক ধরা পড়ছে করোনা আক্রান্ত ফুটবলার। আগের রিপোর্টের উপর ভরসা করলে পরিস্থিতি খুব খারাপই হতো।

এর আগে বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ, পুলিশের এম এস বাবলু, নাজমুল ইসলাম রাসেল এবং উত্তর বারিধারার সুমন রেজার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরা এখন আছেন আইসোলেশনে আছেন। আজ করোনা পজিটিভ হওয়া বাকীদেরও চলে যেতে হচ্ছে আইসোলেশন ক্যাম্পে। শনিবার তৌহিদুল আলম সবুজ, তপু বর্মন, মামুনুল ইসলাম মামুন, আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, ইয়াসিন খান ও নাবিব নেওয়াজ জীবনের করোনা টেষ্ট হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে।


আরো সংবাদ



premium cement