১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


বার্সায় নয় রিয়ালে নেইমার!

বার্সায় নয় রিয়ালে নেইমার!
নেইমার - সংগৃহীত

পুরনো ক্লাব বার্সেলোনায় নয় রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ব্রাজিলীও সুপারস্টার নেইমার। এমনটাই শোনা যাচ্ছে। তাকে দলে ভেড়াতে প্রস্তুত রিয়াল। তাকে দলে নিতে প্রাথমিকভাবে স্পেনের জায়ান্টরা এক শ’ মিলিয়ন ইউরো (১১২ মিলিয়ন মার্কিন ডলার) বাজেট নিয়ে মাঠে নেমে পড়েছে। নেইমারকে মাদ্রিদে উড়িয়ে আনার ক্ষেত্রে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের সাথে চুক্তিসম্পন্নের ব্যাপারে আত্মবিশ্বাসী রিয়াল। বৃহস্পতিবার ক্লাবটির ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের জনপ্রিয় অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল গোল ডক কমকে।

সাবেক ক্লাব বার্সেলোনা প্রত্যাবর্তন অসম্ভব হয়ে পড়ায় মূলত ব্রাজিলের তারকা নেইমারকে দলভুক্তির ব্যাপারে জোর তৎপরতা শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। গত বুধবার টটেনহামের ধার প্রস্তাব কুতিনহো নাকচ করেন। ফলে প্যারিস থেকে নেইমারকে এক বছরের জন্য ধারে ফিরিয়ে আনার পথ রুদ্ধ হয়ে গেছে বার্সেলোনার। ব্রাজিলীয় সুপারস্টারের দলবদল নিয়ে চির-প্রতিদ্বন্দ্বী ক্লাবটির অপারগতার সুযোগ লুফে নিতেই মাঠে নেমে পড়েছে রিয়াল মাদ্রিদ। এ ক্ষেত্রে তারা প্রাথমিক বাজেট এক শ’ মিলিয়ন ইউরোর বেশি অর্থ ব্যয় করতেও প্রস্তুত। এ নিয়ে ফরাসি ক্লাবটির সাথে আলোচনার টেবিলে বসতে মরিয়া রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

সূত্রটি আরো জানায় ট্রান্সফার ফির পাশাপাশি পাঁচ বছরের চুক্তিতে বেতন হিসেবে নেইমারকে বছরপ্রতি ২৫ মিলিয়ন ইউরো গুনতে কোনো আপত্তি নেই রিয়াল মাদ্রিদের। এ ছাড়া ক্লাবটি দলবদলের প্রস্তাবে লুকা মডরিচকে প্যারিসে পাঠানোর অপশনেও সম্মত রয়েছে।

গত মৌসুমের আনুষ্ঠানিক সূচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আচমকা বার্সেলোনা ছেড়ে নতুন ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেন নেইমার। ব্রাজিলীয় সুপারস্টারের ফ্রান্স ক্যারিয়ারের বেশির ভাগ সময় মাঠে বাইরের বিতর্কে জড়িয়ে কেটেছে। মূলত এ জন্যই তিনি ফরাসি ফুটবলের অধ্যায় গুটিয়ে নেয়ার সর্বাত্মক চেষ্টা করছেন।

২০১৮-১৯ মৌসুমের হতাশাজনক নৈপুণ্যের দুঃস্বপ্ন পেছনে ফেলতে চলমান দলবদলের বাজারের সূচনা থেকে ব্যাপক তৎপর রিয়াল মাদ্রিদ। নতুন তারকা দলভুক্তির ক্ষেত্রে ইতোমধ্যেই তারা আলোচনার জন্ম দিয়েছে। চেলসির সুপারস্টার এডিন হ্যাজার্ডসহ নতুন পাঁচ ফুটবলারকে বার্নাবুতে উড়িয়ে আনতে ব্যয় করেছে ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার।


আরো সংবাদ



premium cement
ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ১০ বছরের চুক্তি ভারতের ‘ভেবেছিলাম কলিজার টুকরাকে ফেরত পাবো না’ বড়াইগ্রামে বাড়িতে মুরগি যাওয়ায় নারীকে হত্যার চেষ্টা ডোলান্ড লু’র সফরকে কেন্দ্র করে কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন : রিজভী দীর্ঘ অপেক্ষার অবসান, নাবিকদের কাছে পেয়ে কেঁদে ফেলেন স্বজনরা বাকেরগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার ডিমলায় মাদরাসা-শিক্ষকের বাড়ি আগুনে পুড়ে ছাই শ্রম আইন সংশোধনে কিছু বিষয়ে নীতি-নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত হবে : আইনমন্ত্রী দুবাইয়ের হিমঘরে সাড়ে ৩ মাস ধরে পড়ে আছে প্রবাসীর লাশ আলমডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপা স্ত্রী নিহত হজযাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা নিলেই ব্যবস্থা

সকল