০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান সুপারস্টার জিকো

ব্রাজিলিয়ান সুপারস্টার জিকো -

বিশ্ব ফুটবলের আলোচনায় সবার আগে আসে ব্রাজিলের নাম। পাঁচবারের বিশ্বকাপ জয়ী দেশটি উপহার দিয়েছে অনেক বিশ্বখ্যাত তারকাকে। যে কারণে ফুটবল ও ফুটবলার তাদের দেশে অনেক কিছুর উপরে। তবে ঢাকায় সফরররত ব্রাজিলের গ্লোব টিভির রিপোর্টার ক্লেটন কনসার্ভানির মতে, বাংলাদেশে ব্রাজিলের আবেগী সাপোর্টার ব্রাজিলের চেয়েও অনেক বেশী।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাংলাদেশের ফুটবল ক্রেজ, বিশেষত ব্রাজিলের সমর্থকদের ওপর রিপোর্ট করতেই গত ১৫ জুন ঢাকায় এসেছেন গ্লোব টিভির তিন সাংবাদিক- ক্লেটন কনসার্ভানি, ইগর আব্রিুউ ও মাইকেল বেন্টো। ঢাকায় ব্রাজিলের দূতাবাস আজ তিন সাংবাদিককে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবাজারা ডি অলিভার জুনিয়র বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক ব্রাজিলের সমর্থক রয়েছে, তারা ফুটবল ও ব্রাজিলের খেলোয়াড়দের সম্পর্কে অনেক বেশি জানে। তাদের সম্পর্কে ব্রাজিলের সাধারণ মানুষের কাছে পরিচয় করানোর জন্যই গ্লোব টিভির সাংবাদিকরা ঢাকায় এসেছেন।

ব্রাজিলের অন্যতম জনপ্রিয় এ চ্যানেলের দর্শক সংখ্যা ৩০ মিলিয়নের ওপরে। ইতিমধ্যে তারা ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকা ঘুরে এসেছেন। গিয়েছেন মানিকগঞ্জে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাজিল সমর্থকদের সমাবেশের পর বিকেলে যাবেন ফতুল্লায় বিখ্যাত ব্রাজিল বাড়িতে। সেখানেই উপভোগ করবেন ব্রাজিল ও কোস্টারিকার ম্যাচ। ২৬ জুন তারা দেশে ফিরবেন। বাংলাদেশের ওপর করা রিপোর্টটি তাদের চ্যানেলের গ্লোব স্পোর্টে প্রথম প্রচারিত হবে রোববার সকালে।

ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, আগামী দু-তিন মাসের মধ্যে বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসবেন সুপারস্টার জিকো। ১৯৮২ ও ৮৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠ মাতিয়েছেন এ মিডফিল্ডার। এ ছাড়া দু’দেশের মধ্যে সম্পর্কের বন্ধন আরো নিবিড় করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একাডেমি গড়তে সহায়তা করবে ব্রাজিল। এ ছাড়া অন্য কোন ক্ষেত্রে সহায়তা করা যায় কিনা তা নিয়েও তারা মন্ত্রণালয় ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করবে।


আরো সংবাদ



premium cement
স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬ যুদ্ধবিরতি : নিজেদের অবস্থান পরিষ্কার করল হামাস

সকল